ওয়ার্ল্ড ইনসাইড

‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/12/2017


Thumbnail

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি জাতি এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে আক্রমণকারীর মত ভূমিকা নিয়েছে। শনিবার (২ডিসেম্বর) কায়রোতে আরব লীগ সম্মেলনের আগে সংবাদমাধ্যমের কাছে এমন মন্তব্য করেন তিনি।

রিয়াদ আল মালিকি আরও বলেন, ‘ফিলস্তিনিরা মধ্যস্ততাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে গ্রহণ করবে না।জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে দেশটি নিজেদের মধ্যস্থতাকারী থেকে একজন বিবাদীতে পরিণত করেছে’।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে আরব লীগ। একই সাথে একে , ফিলস্তিন সংকটের রাজনৈতিক সমাধানের ওপর ‘প্রকাশ্য আক্রমণ’ বলে মন্তব্য করেছে সংগঠনটি। শনিবার আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইতের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করা হয়। একই সাথে এই সিদ্ধান্ত থেক সরে আসতেও মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।


বাংলা ইনসাইডার/কেএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭