ইনসাইড গ্রাউন্ড

সিডন্সই হচ্ছেন মুশফিক-সাকিবদের ব্যাটিং কোচ


প্রকাশ: 10/02/2022


Thumbnail

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে গতকাল পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্স। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই এই তথ্য নিশ্চিত করেন। 

বাংলাদেশের এক জনপ্রিয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে পাপন জানান, সিডন্সই ব্যাটিং কোচ হচ্ছে বাংলাদেশ দলের। অনেক সিনিয়র ক্রিকেটার ও বোর্ড পরিচালকরা তার ব্যাপারে সুপারিশ করেছেন।

এ প্রসঙ্গে পাপন বলেন, 'জেমি সিডন্সই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হবেন। আমাদের সিনিয়র ক্রিকেটাররা এবং অনেক পরিচালকও বলেছেন সিডন্স ভালো কোচ। সেজন্যই তাকে আনা।'

এদিকে অ্যাশওয়েল প্রিন্সকে অন্যভাবে কাজে লাগানোর পরিকল্পনাও বিসিবির হাতে ছিল বলে জানান তিনি। পাপন বলেন, 'সিডন্স আসার পর হয়তো তিনি ভেবেছেন, আমরা অন্য কিছু ভাবছি। তবে তিনি থাকতে পারতেন। আমরা তাকে অন্যভাবে কাজে লাগাতে পারতাম।'

প্রিন্সের আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ওটিস গিবসন। তিনি ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ারের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। পাপন মনে করেন তার বিদায়ের কারণেই বাংলাদেশের বড় ক্ষতি হয়েছে।

তিনি বলেন, 'পেস বোলিং কোচ হিসেবে আমরা এমন কাউকে খুঁজছি, যার কোনো জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। তার আগ পর্যন্ত চম্পাকাও কাজ করতে পারেন। প্রিন্স নয় আমাদের বড় ক্ষতিটা হয়েছে গিবসন চলে যাওয়ায়। পেসাররা সবাই বলেছে তার কাছ থেকে ওরা অনেক কিছু শিখেছে।'


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭