ইনসাইড সাইন্স

ডিজিটাল বিজ্ঞাপনের শীর্ষে গুগল-ফেসবুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/12/2017


Thumbnail

টেলিভিশন এবং সংবাদপত্রের দাপটীয় সেই দিন আর নেই। মানুষ এখন সংবাদপত্র ও টেলিভিশন থেকে অনেকটাই দৃষ্টি সরিয়ে কম্পিউটার এবং স্মার্টফোনে দৃষ্টি নিবদ্ধ করেছে। এতে করে বিশ্বের সব বিজ্ঞাপনের ধরণও বদলেছে। এই ধরণ বদলানোর ‍ভালোই সদ্ব্যবহার করছে গুগল এবং ফেসবুক।

এই দুটো প্রতিষ্ঠান ইতিমধ্যে বিশ্বের অনলাইন বিজ্ঞাপন রাজস্বের অর্ধেকটাই নিজেদের দখলে নিয়ে নিয়েছে। যা মোট বিজ্ঞাপনের ২৫ শতাংশ। আমরা চার্টে সেটা দেখতেও পাচ্ছি।

এখন তারা নিজস্ব একাউন্টের মাধ্যমে সব বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ অংশ নিজেরাই বিক্রি করছে। গুগল আর ফেসবুকের এই বিজ্ঞাপনী আধিপত্য আগের সব পুরোনো ঐতিহ্যগত গণমাধ্যম কোম্পানিগুলোকে প্রভাবিত করছে। শুধু তাই নয়। নতুনদেরও প্রভাবিত করছে। স্ন্যাপ এবং টুইটারের মতো জায়ান্ট কোম্পানিগুলোও তাদের বিজ্ঞাপন ধরে রাখার জন্য রীতিমত যুদ্ধ চালাচ্ছে।


বাংলা ইনসাইডার/ এসএইচ/ জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭