টেক ইনসাইড

এবার অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনে থাকছে নতুন চমক


প্রকাশ: 12/02/2022


Thumbnail

প্রতি বছরের মত এ বছরেও গুগুল রিলিজ করছে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন। গত বছর অ্যান্ড্রয়েড ১২ নিয়ে এসেছিল এই সার্চ ইঞ্জিন জায়ান্ট, যা এখনও সে ভাবে বিভিন্ন স্মার্টফোনে আপডেট হয়নি। এর মধ্যেই আবার অ্যান্ড্রয়েড ১৩-র ডেভেলপার প্রিভিউ নিয়ে হাজির হল গুগল।

অ্যান্ড্রয়েড ১৩ ডেভেলপার প্রিভিউ থেকে জানা গেছে, এই অপারেটিং সিস্টেমের সাহায্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কী কী উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। তবে নতুন এই ভার্সন ব্যবহারকারীর জন্য থাকছে বেশ কিছু চমক। পরিবর্তন হচ্ছে নিরাপত্তা কৌশলও।

গুগলের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট ডেভ বুর্ক একটি ব্লগ পোস্টে বলেন, ‌অ্যান্ড্রয়েড ১৩-র মাধ্যমে আমরা জরুরি কিছু থিম নিয়ে আসতে চলেছি। এছাড়াও প্রোডাক্টিভিটির দিক থেকে প্রাইভেসি ও সিকিউরিটি সিস্টেম ঢেলে সাজানো হচ্ছে।

এটি পিক্সেল ৬ প্রো, পিক্সেল ৬, পিক্সেল ৫এ ৫জি, পিক্সেল ৫, পিক্সেল ৪এ ৫জি, পিক্সেল ৪এ, পিক্সেল ৪এক্সএল এবং পিক্সেল ৪ ফোনে সাপোর্ট করবে। এছাড়াও অ্যান্ড্রয়েড এমুলেটর থেকে ডেভেলপার প্রিভিউ রান করতে পারেন।

এদিকে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের আগস্ট মাসের শেষ দিকে অ্যান্ড্রয়েড ১৩-র ফাইনাল স্টেবল ভার্সন আসতে পারে। অ্যান্ড্রয়েড ১৩ ব্যবহারকারীদের জন্য যা যা থাকছে-

১. ফটো ফিচার : এর মাধ্যমে যে কোনও অ্যাপকে আপনার পছন্দ অনুযায়ী ছবিরই অ্যাকসেস দিতে পারবেন। আপনার ফোনের অন্যান্য মিডিয়া ফাইলগুলির অ্যাকসেস সই অ্যাপ নিতে পারবে না। ফলে, ফোনের এবং আপনারও প্রাইভেসি বাড়বে।

২. ওয়াই ফাই সুবিধা : অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্টেড ডিভাইসে ওয়াই ফাই কানেক্ট করার জন্য অ্যাপগুলোকেও অনুমতি নিতে হবে।

৩. কাস্টম কুইক সেটিংস: নোটিফিকেশন সেটিংস সেকশনে অ্যান্ড্রয়েড ১৩ শর্টকাট ফাংশন দিবে। এটি হল সেই জায়গা যেখান থেকে আপনি ওয়াই-ফাই, ব্লুটুথ, ব্রাইটনেস লেভেল ইত্যাদি ঠিক করেন। এর ফলে আপনার ওই কুইক সেটিংস সেকশনে একটি বাটন থাকবে। আর সেখানে ট্যাপ করলেই আপনার ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাক্টিভ স্টেটাস টার্ন অফ করে রাখা যাবে।

৪. আপডেট থিম ইঞ্জিন : গুগল অ্যাপ নয় যেগুলি, সেগুলিকে মেটিরিয়াল ইউ ডায়নামিক কালার ইঞ্জিনের সুবিধা দিবে অ্যান্ড্রয়েড ১৩। এর ফলে এবার আপনার হোয়াটসঅ্যাপ আইকনও ওয়ালপেপারের কালার থিম ফলো করতে পারবে।

৫. প্রি-অ্যাপ ল্যাঙ্গুয়েজ : অ্যান্ড্রয়েড ১৩ অ্যাপগুলোতে এবার সিস্টেম ল্যাঙ্গুয়েজের থেকে ভিন্ন ল্যাঙ্গুয়েজও থাকতে পারে, যাতে সামঞ্জস্যপূর্ণ কোনো কোড বুঝতে সমস্যা না হয়।

৬. গুগল প্লে-এর মাধ্যমে অ্যান্ড্রয়েড আপডেট :  এবার থেকে অ্যান্ড্রয়েডে নতুন ফিচার পেতে আর সিস্টেম আপগ্রেড করার দরকার হবে না। অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৩র ফটো পিকার ফিচারটি গুগল প্লে আপডেট থেকেই পাবেন অ্যান্ড্রয়েড ১১ বা ১২ ব্যবহারকারীরা। ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আপডেট করার কাজটি আরও সহজ হয়ে যাবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭