ইনসাইড আর্টিকেল

বিব্রত বিএনপি, উল্লসিত আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/12/2017


Thumbnail

সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। এই ঢেউ বিএনপির কাছে যেন জলোচ্ছ্বাসের মতো আর আওয়ামী লীগের কাছে যেন কাঙ্ক্ষিত এক পশলা বৃষ্টি। সৌদি দুর্নীতিতে বিএনপি চেয়ারপারসন বেমগ জিয়া ও তাঁর পরিবারের দুর্নীতির খবর এখন বাংলাদেশের রাজনীতির প্রধান ইস্যু। এই ঘটনায় বিব্রত, হতাশ বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ উল্লসিত। নির্বাচনের আগে আওয়ামী লীগ যেন এক মহামূল্যবান উপহার পেয়েছে।

বিএনপি যখন আগামী নির্বাচন কীভাবে হবে, বেগম জিয়ার দুর্নীতির মামলা রায়ের পর আন্দোলনের কৌশল কী হবে, এসব কৌশল নির্ধারণে ব্যস্ত, তখন সৌদি দুর্নীতি বিরোধী অভিযান যেন বিএনপির জন্য টর্নেডোর মতো এলো। সৌদি আরবে অর্থ পাচারের অভিযোগে বেগম জিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত চলছে। সৌদি আরবের গণমাধ্যমের খবর অনুযায়ী বেগম জিয়া ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে অন্তত ৫০০ কোটি টাকা অবৈধ ভাবে সৌদি আরবে পাচার করেছেন। শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের খবর অনুযায়ী, জিয়া পরিবার মধ্যপ্রাচ্যে অন্তত ১২ শ কোটি টাকার সম্পদের মালিক। মুখে এই খবরকে অস্বীকার করলেও বিএনপির শীর্ষ নেতারা এই খবরে উদ্বিগ্ন ও হতাশ। বিএনপির একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা এতদিন মনে করতাম, তারেক জিয়া ও তাঁর বন্ধুবান্ধবরা দুর্নীতি করেছে। ম্যাডামের একটা স্বচ্ছ ইমেজ ছিল। কিন্তু সৌদি আরবের ঘটনায় সব তছনছ হয়ে গেল।’ অন্য একজন নেতা বলেন, ‘কোথায় আমরা সরকারের দুর্নীতির অভিযোগ তুলব। উল্টো সরকারই এখন আমাদের দৌড়াচ্ছে।’ তাঁর মতে, ‘ঘটনাটি দেশের হলে আমরা অনেক কিছুই করতে পারতাম। এটাকে অস্বীকার করতে পারতাম। কিন্তু সৌদি সরকার যদি আনুষ্ঠানিকভাবে ম্যাডামকে অর্থ পাচারকারী বলে, তখন আমাদের লজ্জা লুকাবার জায়গা থাকবে না।’ বিএনপির মধ্যে দুএকজন কট্টরবাদীও মনে করেন, ‘বিষয়টি বানোয়াট হলেও আওয়ামী লীগ এটাকে একটি ইস্যু বানিয়ে ফেলেছে। জনগণও এটা বিশ্বাস করছে।’ একজন নেতা মনে করেন, ‘বেগম জিয়াকে দুর্নীতির মামলায় দণ্ডিত করার পটভূমি হিসেবে এটা করা হয়েছে। মানুষকে বিশ্বাস করানো হচ্ছে, বেগম জিয়া দুর্নীতিবাজ।’

আন্দোলন, নির্বাচন ছেড়ে বিএনপি এখন আত্মপক্ষ সমর্থনেই ব্যস্ত। অন্যদিকে, নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় থাকা আওয়ামী লীগের জন্য যেন এটা একটা ‘টনিক’। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন নেতা বলেছেন, ‘অপেক্ষা করুন আরও তথ্য আসছে।’

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে জিয়া পরিবারের সম্পত্তির খুঁটিনাঁটি তথ্য আওয়ামী লীগ সংগ্রহ করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের কাছে এমন তথ্য আছে যে, বিএনপি পালাবার পথ পাবে না।’

আওয়ামী লীগের কর্মীদের মধ্যে কদিন আগেও উৎকণ্ঠা ছিল, বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের কক্সবাজার রোডমার্চ, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার পর কর্মীরা কিছুটা চিন্তিত হয়েছিল। কর্মীরা সৌদি আরবের ঘটনাকে মনে করছে ‘আল্লাহর রহমত’। গ্রাম-গঞ্জে এ নিয়ে বক্তৃতা বিবৃতি শুরু হয়ে গেছে। বিএনপিকে এই এক ইস্যুতেই ব্যাকফুটে নিয়ে গেছে আওয়ামী লীগ।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এটাই হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিতা। তিনি এমন একটা ইস্যু সামনে এনেছেন, যাতে সব কিছুই ম্লান হয়ে যায়। আগামী নির্বাচনে এটাই হবে প্রধান ইস্যু। আর এই ইস্যুতে আত্মরক্ষার আকুতি ছাড়া বিএনপির কিছুই করার নেই।’

Read in English: http://bit.ly/2AaiYLh


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭