কালার ইনসাইড

যে কারণে পুলিশের চাকরি থেকে অবসরে যাচ্ছেন ডি এ তায়েব


প্রকাশ: 12/02/2022


Thumbnail

ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় বাংলাদেশ পুলিশ থেকে অবসরে যাওয়ার জন্য আবেদন করেছেন পুলিশ কর্মকর্তা ও অভিনেতা ডি এ তায়েব। ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের এই পরিদর্শক গত মাসে রিটায়ারমেন্টের এ পিটিশন দাখিল করেছেন।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ডি এ তায়েব নিজেই গণমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ডি এ তায়েব বলেন, পুলিশে দীর্ঘ ২৫ বছর চাকরি করেছি। এখন দায়িত্ব বেড়ে যাওয়ায় একইসঙ্গে পুলিশ ও মিডিয়ায় সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে। মিডিয়ার কাজে সময় দেওয়ার জন্য অবসরে যেতে চাই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ডি এ তায়েব ব্যক্তিগত কারণে জানুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য চিঠি দিয়েছেন।'

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন বর্জন করেছিলেন অভিনেতা ডিএ তায়েব। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি প্রার্থী ছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭