লিভিং ইনসাইড

ভালোবাসা দিবসে যেভাবে সাজতে পারেন


প্রকাশ: 13/02/2022


Thumbnail

বছর ঘুরে চলে এলো ভালোবাসা দিবস। এই দিনটি আমাদের ঐতহ্যবাহী কোনো দিবস না হলেও, অন্যান্য বিশেষ দিবস গুলির মতই থাকে মাতামাতি, হৈ-হুল্লর।

ভালোবাসা দিবস নিয়ে তরুন প্রজম্নের ছেলে-মেয়েদের বেশি উচ্ছাসিত হতে দেখা যায়। এই ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে নিয়ে কোথায় কিভাবে সেজে-সুজে সুন্দরভাবে পরিপাটি হয়ে বের হবে ঘুরতে যাবে সেটা ভাবতেই ব্যস্ত সবাই। তবে মেয়েরা ঘুরতে যাওয়ার পাশাপাশি চিন্তায় থাকে কিভাবে রেডি হয়ে বের হবে বা সেজে বের হলে তাকে সুন্দর লাগবে তাঁর প্রিয় মানুষটির কাছে। 

তাহলে আসুন জেনে নেই কিভাবে সাজবেন-

শাড়ি, সালোয়ার-কামিজ, জিনস-টপস, ফতুয়া যেকোনো পোশাক পরুন। তবে পোশাকের রঙ এর সঙ্গে মিল রেখে সাজুন।

দিনের সাজে হালকা মেকআপ করুন। ফইন্ডেশনের হালকা বেজ করে, কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। গোলাপি বা ব্রাউন লিপস্টিক আর গালে হালকা ব্লাশন লাগান। চোখে হালকা রঙ এর শ্যাডো লাগিয়ে আইলাইনার দিন।

আয়রন করে চুল খুলে বা ব্যাণ্ড দিয়ে বেঁধে রাখতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই দুল পরুন। সারাদিনের জন্য তৈরি হয়ে গেলেন। এবার পছন্দের সুগন্ধি মেখে প্রিয়জনের সঙ্গে বেরিয়ে পরুন।

রাতে ইচ্ছে মতো সাজতে পারেন। পোশাক এবং সাজ দুটোই হবে গাঢ় রঙ-এর। চোখে মোটা করে আইলাইনার টেনে দিন। দুই রঙ-এর শেড করে শ্যাডো লাগিয়ে নিন। মাসকারা দুই কোট দিন। ব্লাশন এবং লিপস্টিক বাছাই-এ লাল, গোলাপী ভালোলাগবে।

পোশাক এবং সাজের সঙ্গে গলায় ছোট চেইন এবং কানের বড় দুল পরুন। কপালে টিপ পরতে ভুলবেন না।  

পার্টি জুতা এবং ক্লাচ ব্যাগ আপনার সাজকে পূর্ণতা এনে দেবে।  

সাজের ক্ষেত্রে বয়স, পরিবেশ এবং সঙ্গীর পছন্দের বিষয়ে লক্ষ্য রাখুন। যেভাবেই সাজুন না কেন খেয়াল রাখবেন আপনি নিজে যেনো স্বাচ্ছন্দ বোধ করেন।  ভালোবাসায় ভরে থাক জীবনের প্রতিটা দিন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭