ইনসাইড বাংলাদেশ

‘ম্যাডাম অভিযোগ কবুল করলেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রীতিমতো ধমক খেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মামলা করার হুমকি দেয়ায় তাকে ভৎর্সনা করে বেগম জিয়া বললেন ‘মামলা করে কি আমাকে আরো হেয় করছেন?’

রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা শুরু হয়। ধারণা করাই হচ্ছিল সৌদী আরবে জিয়া পরিবারের অর্থ পাচারের অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হবে। কিন্তু বৈঠকে বসেই বেগম জিয়া দলের মহাসচিবকে বললেন ‘আপনাকে মামলা করার কথা বলতে কে বলেছে?’ উল্লেখ্য শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলন করে বলেছিলেন ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় মামলা করা হবে।’

বেগম জিয়া বলেন ‘মামলা করে কি প্রমাণ করবেন’? কার কাছে বিচার চাইবেন। আদালত কি ন্যায় বিচার দেবে?’ এরপর কিছুক্ষণ থেকে বেগম জিয়া বলেন ‘এসব নিয়ে হৈ চৈ করে লাভ নেই। আওয়ামী লীগের দুর্নীতি খুজুন, দেখেন তারা মেগা প্রজেক্টের নামে কিভাবে লুটপাট করছে। কোথায় টাকা রাখছে।’ এরপর কারো দিকে না তাকিয়েই বললেন ‘আপনারা কি বলবেন? আপনাদের সবার তো মুখ বন্ধ। সরকার তো আপনাদের মুখ বন্দ করে রেখেছে।’

স্থায়ী কমিটির বৈঠকে রংপুর সিটি নির্বাচন, ঢাকা উত্তর সিটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির একজন সদস্য জানালেন ‘স্থায়ী কমিটির বৈঠকে ম্যাডাম, সৌদী আরবের টাকা পাচার সম্পর্কে একটি কথাও বললেন না। আমরা শুধু শুনতে চেয়েছিলাম, তিনি বলুন, এসব অভিযোগ মিথ্যা। তার মানে কি, ম্যাডাম অভিযোগ কবুল করলেন?’


বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭