ওয়ার্ল্ড ইনসাইড

সীমানা পেরিয়ে ১১.১২.১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

চলমান বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন।

লেবাননে মার্কিন দূতাবাসের সামনে সংঘর্ষ

লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (১০ ডিসেম্বর) জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এসময় নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে।

ভারতে সহকর্মীর গুলিতে আধাসামরিক বাহিনীর ৪ সেনা নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় একটি সেনা শিবিরে আধা-সামরিক বাহিনীর এক সদস্যের গুলিতে অপর ৪ সদস্য নিহত ও একজন আহত হয়েছে। রোববার এক কর্মকর্তার বরাতে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার বিকেলে তর্কবিতর্কের জের ধরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর ওই সদস্য তার সহকর্মীদের ওপর গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

নিউইয়র্কে শীতের প্রথম তুষারপাত

নিউইয়র্কে শীত মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে শুরু হওয়া তুষারপাত রোববার সকাল পর্যন্ত চলতে থাকতে পারে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থা শীতকালীন আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, নিউইয়র্ক সিটি, নিউ জার্সি ও কানেকটিকাটে মোট চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।


বাংলা ইনসাইডার/কেএইচ/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭