ইনসাইড গ্রাউন্ড

কে এই টিম ডেভিড?


প্রকাশ: 14/02/2022


Thumbnail

গতকাল শেষ হল আইপিএলের নিলাম। দুইদিন ব্যাপী চলা এবারের নিলাম ছিল বেশ আলোচিত-সমালোচিত। অনেক ক্রিকেটার যেমন প্রত্যাশার চেয়েও চড়া দামে বিক্রি হয়েছে তেমনি অনেক ক্রিকেটার পায়নি কোন দল। সাকিবের মত বিশ্বসেরা ক্রিকেটারকেও এবার দলে ভেড়ায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। তবে আইপিএলের নিলামের সবচেয়ে বড় চমক দেখা গেল নিলামের দ্বিতীয় দিনে। যেখানে ভিত্তিমূল্যের ২০ গুণ বেশি দাম পেলেন সিঙ্গাপুরের টিম ডেভিড। সিঙ্গাপুরের এই ক্রিকেটার এত চড়া দামে বিক্রি হওয়ার পর অনেকেরই এখন প্রশ্ন কে এই টিম ডেভিড। 

টিম ডেভিডের আইপিএলে অংশগ্রহণ এবারই প্রথম নয়। এর আগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেনের বদলে ২০ লাখ রুপিতে সুযোগ পেয়েছিলেন তিনি। সেবার কেবল একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, যেখানে করেছিলেন তিন রান। আর সেবারই সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পান তিনি। 

ডানহাতি এই ব্যাটারের বাবা রোডেরিক ডেভিড ছিলেন সিঙ্গাপুর জাতীয় দলের ক্রিকেটার। বাবার হাত ধরেই ক্রিকেটে পথচলা শুরু হয় টিমের। সিঙ্গাপুরের হয়ে খেললেও টিমের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালের জুলাইয়ে কাতারের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

এর আগের বার ২০ লাখ রুপিতে দল পাওয়া ডেভিড এবারের আইপিএলে রীতিমতো চমকই দেখিয়েছেন। সিঙ্গাপুরের এই ক্রিকেটারকে ৮.২৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে আম্বানি পরিবারের মালিকানাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স। অলরাউন্ডার ডেভিডের ভিত্তিমূল্য ছিল ৭৫ লক্ষ রুপি। তাকে দলে নিতে মুম্বাইয়ের সাথে লড়াই হয় কলকাতা নাইট রাইডার্সের। তবে পর্যন্ত শেষ হাসি হাসে মুম্বাই।

জাতীয় দলের হয়ে মোট ১১টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী ডেভিড। যেখানে ৪৭.৬৭ গড়ে রান করেছেন ৪২৯। ১৫৭.৭২ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। কোনো সেঞ্চুরি না থাকলেও আছে তিনটি হাফ সেঞ্চুরি।

তবে বিভিন্ন দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেই ক্রিকেট বিশ্বের পরিচিত মুখ হয়ে উঠেছেন ডেভিড। এর আগেও খেলেছেন আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। খেলেছেন পিএসএল, বিগ ব্যাশ, সিপিএলের মতো নামকরা আসরে।

চলমান পাকিস্তান প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে তান্ডব চালাচ্ছেন এই টিম। ৭ ম্যাচে ৫৫.২৫ গড়ে এখন পর্যন্ত এই ক্রিকেটারের সংগ্রহ ২২১ রান। তবে সবচেয়ে    বড় ব্যাপার তার স্ট্রাইকরেট। ২০৬.৫৪  স্ট্রাইকরেটে তিনি পিএসএলে ব্যাট চালিয়ে যাচ্ছেন যা প্রায় রীতিমতো অবিশ্বাস্য। পিএসএলের মত ব্যাট হাতে সিপিএলেও মারমুখী ছিলেন ডেভিড। গত আসরে ১২ ম্যাচে ২৮২ রান করে টুর্নামেন্ট এর ৪র্থ সর্বাধিক রান সংগ্রহকারী হন তিনি। সিপিএলেও তার স্ট্রাইকরেট ছিল চোখে পড়ার মতো যা ১৪৬.১১! 

টিম ডেভিড তার পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখে বিগ ব্যাশেও। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে  এখন পর্যন্ত ৪১ ম্যাচে অংশ নিয়ে ৬০৬ রান করেছে টিম যেখানে তার স্ট্রাইকরেট ১৫০ এর বেশি। সবমিলিয়ে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে টিম ডেভিড যেভাবে আধিপত্য বিস্তার করে খেলে যাচ্ছে তাতে আইপিএলে এত চড়া দামে বিক্রি হওয়াটাই ছিল স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি পরিচিত না হলেও ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়েই নিজের জাত চেনাচ্ছে সিঙ্গাপুরের এই ক্রিকেটার।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭