ইনসাইড বাংলাদেশ

`দুর্নীতিবাজরাই ম্যাডামের পছন্দ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

বিএনপির স্থায়ী কমিটির রোববারের বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নিয়ে আলোচনা হয়। বেগম জিয়া তার সিদ্ধান্ত জানিয়ে বলেন ‘শেষ পর্যন্ত নির্বাচন যদি দেয় তাহলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো।’

বিএনপির চেয়ারপারসন তাবিদ আওয়ালই যে মেয়র পদে বিএনপির প্রার্থী হবে তা মোটামুটি নিশ্চিত করেছেন। বলেছেন ‘ও তো ভালোই করেছিল। একটা পরিচিতি এনেছে।’ স্থায়ী কমিটির প্রভাবশালী একজন সদস্য, যিনি একজন স্বচ্ছ ব্যবসায়ী হিসেবে পরিচিত, তিনি আবদুল আওয়াল মিন্টোর ছেলে তাবিথ আওয়ালের মনোনয়নের ব্যাপারে মৃদু আপত্তি তোলেন। বলেন ‘প্যারাডাইস পেপারে মিন্টো ভাই আর তার ছেলেদের নাম এসেছে। ক্যান্ডিডেট হলেই এটা আওয়ামী লীগ ইস্যু করতে পারে।’

কিন্তু বেগম জিয়া এ প্রসংগে কোন কথা না বলে, অন্য আলোচনার সূচনা করলেন। বৈঠক থেকে বেরিয়ে হতাশ ঐ নেতা বললেন ‘ম্যাডাম, দুর্নীতিবাজদেরই পছন্দ করেন। এই মুহুর্তে তাবিথকে নমিনেশন দেয়া কি ঠিক হবে?’ অন্য নেতারা তার সাথে একমত হলেও প্রকাশ্যে কিছুই বলার সাহস পেলেন না।

উল্লেখ্য, প্যারাডাইস পেপারস কেলেংকারীতে বিশ্বের অর্থপাচারকারীদের তালিকায় বাংলাদেশের আবদুল আওয়াল মিন্টো ও তার পরিবারের নাম আসে। অভিযোগ আছে, দেশ থেকে টাকা পাচার করে তারা কর স্বর্গের দেশ গুলোতে এই অর্থ বিনিয়োগ করেছে। দুর্নীত দমন কমিশন বলেছে, তারা এই অভিযোগ তদন্ত করছে।



বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭