লিট ইনসাইড

কবিতায় গানে আজি এই বসন্ত


প্রকাশ: 14/02/2022


Thumbnail

আজ শুরু ঋতুরাজ বসন্তের। দেশজুড়ে বেজে উঠেছে বসন্তের আগমনী গান। শীতের রিক্ততা মুছে প্রকৃতিজুড়ে সাজ সাজ রব এখন। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন জীবনের ঢেউ। নীল আকাশের সোনাঝরা আলোর মতোই আন্দোলিত হৃদয়। কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার ভাষায় ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত…।’

বসন্ত ঋতুকে নিয়ে কবিরা লিখেছেন অনেক কবিতা। গায়কেরা গেয়েছেন অজস্র গান। তাদের রচিত সেসব কবিতা আর গানে বসন্তের অপরূপ রূপ প্রকাশ পেয়েছে।

‘আজি দখিন-দুয়ার খোলা/ এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো...’ এভাবেই বসন্তকে আহ্বান করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বসন্ত এসে গেছে। আহা! কী আনন্দ আকাশে বাতাসে।

কাজী নজরুলের গানেও নতুন রূপ নিয়ে যেন বসন্তের আগমন ঘটে। তিনি লিখেছেন, ‘আসে বসন্ত ফুলবনে/সাজে বনভূমি সুন্দরী/ চরণে পায়েলা রুমুঝুমু/ মধপ উঠেছে গুঞ্জরি।’

‘ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান–/তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/ আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ। ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় প্রকৃতি ও ঋতু ধরা দিয়েছে বহুরূপে।

ফাগুনের রুপ রসে মুগ্ধ হয়ে তিনি আরো লেখেন, ‘আজি দোল ফাগুনের দোল লেগেছে/ আমের বোলে দোলন-চাঁপায়।’

জীবনের কবি জীবনানন্দের কবিতায় বসন্ত স্বরূপে এসেছে, কবিতার ছত্রে ছত্রে বলে দিচ্ছে তিনিও নীরবে নিগুড় বসন্ত প্রেমিক। তার কবিতায় বার বার এসেছে বসন্তের কথা। ‘সবিতা’ কবিতায় জীবননানন্দ বসন্তকে তুলে ধরেছেন এভাবে ‘সবিতা, মানুষ জন্ম আমরা পেয়েছি/মনে হয় কোন এক বসন্তের রাতে/ ভূমধ্যসাগর ঘিরে সেই সব জাতি/ তাহাদের সাথে/ সিন্ধুর আঁধার পথে করেছি গুঞ্জন।’

কবি মহাদেব সাহা আবার বসন্তকে কবির সঙ্গে তুলনা করে বলেন, ‘বসন্তকে আমি বলি কবি, তার হাতে রচিত হয় /পৃথিবীর প্রেমের কবিতা।’

আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম গেয়ে ওঠেন ‘বসন্ত বাতাসে সই গো/ বসন্ত বাতাসে/ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে।’

বসন্ত এলে আমাদের মন উচাটন হয়ে ওঠে। কুমার বিশ্বজিৎ আধুনিক গানে বসন্ত প্রেমের উতলা হাওয়া বইয়েছেন ‘যেখানে সীমান্ত তোমার/ সেখানে বসন্ত আমার/ ভালোবাসা হৃদয়ে নিয়ে/ আমি বারে বার আসি ফিরে/ ডাকি তোমায় কাছে।’

ওপার বাংলাতেও ফাগুনের অনেক কবিতা আছে, আছে গান, যেমন ‘ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়/রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়।’

‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা/ কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে/ মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই/ মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে।‘ চতুষ্কোণ ছবিতে অনুপম রায়ের সুরে এই গানটিও মোটামুটি আজকাল সবার কাছে অনেকটা জনপ্রিয়।

বসন্তকে নিয়ে যেমন আছে আনন্দ উচ্ছাস তেমনি আছে বিরহের সুর। যারা এই বসন্তে তাদের মনের মানুষ থেকে দূরে আছেন তাদের জন্যে লেখা গান, ‘কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস/ আমি বলি আমার সর্বনাশ / কেউ বলে দখিনা কেউ বলে মাতাল বাতাস/ আমি বলি আমার দীর্ঘশ্বাস।’

বাঙালি বসন্তকে জড়িয়ে রাখেন হৃদয়ের খুব কাছে। বসন্তে মেতে উঠেন নানা আনন্দ-উৎসবে। আর এসকল বসন্তের উৎসবে আলো ছড়ায় বসন্তের গান ও কবিতা। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭