ইনসাইড গ্রাউন্ড

পিএসএলের মাঝপথেই বিদায় নিলেন আফ্রিদি


প্রকাশ: 14/02/2022


Thumbnail

এবারই শেষ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার ঘোষণা দিয়ে রেখেছিলেন শহীদ আফ্রিদি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। কিন্তু দীর্ঘস্থায়ী পিঠের ব্যথার কারণে আগেভাগেই বিদায় নিতে হলো তাকে।

পুনর্বাসনে থাকা ৪১ বছর বয়সী অলরাউন্ডার এই বছর শুধু ভক্তদের জন্যই মাঠে নামতে চেয়েছিলেন আফ্রিদি। কিন্তু ব্যথা এতটাই অসহ্য হয়ে উঠেছে যে আর মাঠে নামবেন না।

রোববার (১৩ ফেব্রুয়ারি) লাহোর কালান্দার্সের বিপক্ষে শেষবার পিএসএলে খেলতে যাচ্ছেন আফ্রিদি। তাতে সাত বছরের পিএসএল ক্যারিয়ারের পর্দা নামছে তার।

আফ্রিদি বলেছেন, ‘গত ১৫-১৬ বছর ধরে আমার পিঠে ব্যথা। এটা নিয়েই খেলছিলাম। ভালো স্বাক্ষর রেখে আমি বিদায় নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটা বেড়ে গেছে অনেক বেশি, আমার কুচকি, হাঁটুতে প্রভাব পড়ছে। আর গোড়ালিতে ব্যথা তীব্র। এর সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছিলাম কিন্তু ব্যথা অসহয়নীয় হয়ে উঠেছে। শেষ কথা, যখন আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তখন গোটা পৃথিবীকে আপনি সঙ্গে পাবেন।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭