ওয়ার্ল্ড ইনসাইড

ফিলিস্তিনিদের বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান নেতানিয়াহুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

ফিলিস্তিনিদের বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। শান্তির জন্যই ফিলিস্তিনিদের এটা মেনে নেয়া জরুরি।

প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সোমবার (১১ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

নেতানিয়াহু বলেন, ‘৩০০০ বছর ধরেই জেরুজালেম ইসরায়েলের রাজধানী। এটি কখনোই অন্য কারো রাজধানী ছিল না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার পরই প্রতিবাদে রাস্তায় নেমেছেন ফিলিস্তিনিরা। তাদের বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।

ফিলিস্তিনিরা যত দ্রুত বাস্তবতা মেনে নেবেন তত তাড়াতাড়িই শান্তি আসবে বলে দাবি করেন নেতানিয়াহু।


বাংলা ইনসাইডার/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭