ইনসাইড বাংলাদেশ

সাতকানিয়ার সেই দুই অস্ত্রধারী নিশান ও জয়নাল গ্রেফতার


প্রকাশ: 14/02/2022


Thumbnail

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনের দিন অস্ত্রবাজির ঘটনায় জড়িত দুই অস্ত্রবাজকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেফতারকৃত দুই অস্ত্রবাজ হলেন- মোহাম্মদ নিশান ও জয়নাল আবেদীন প্রকাশ লেদাইয়া। 

৭ ফেব্রুয়ারি নির্বাচনের সাত দিন পর ১৪ ফেব্রুয়ারি এসে পুলিশ দুই চিহ্নিত অস্ত্রবাজকে গ্রেফতারে সক্ষম হলো পুলিশ। গ্রেফতারদের মধ্যে নিশান নৌকার প্রার্থী আকতার হোসেনের অনুসারি। জয়নাল আবেদীন কার অনুসারি সেটা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। 

দুই অস্ত্রবাজকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

জাহাঙ্গীর আলম বলেন, দুজনকে  গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার বেলা দেড়টায় সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।

পুলিশের অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, নিশাল ও লেদাইয়া দুজনই খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে নিশান ফেসবুকে পূর্ব ঘোষণা দিয়েই নির্বাচনের মাঠে ‘খেলা’ করেছেন। দিনভর অস্ত্রবাজির পর সন্ধ্যায় নৌকার প্রার্থী আকতার হোসেন ভোট গণনায় এগিয়ে থাকায় অস্ত্রবাজ নিশানের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এছাড়া লেদাইয়াকে বন্দুক হাতে অস্ত্রবাজি করতে দেখা গেছে। এই দুজনকে  গ্রেফতারের মধ্য দিয়ে খাগরিয়ায় অস্ত্রবাজির ঘটনায় চিহ্নিত অস্ত্রবাজদের মধ্যে দুজনকে  গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। ইতোপূর্বে গ্রেপ্তারকৃত ৫ জনের কেউ-ই চিহ্নিত অস্ত্রবাজ ছিলেন না। তাদের মামলার আসামি কিংবা সন্দেহভাজন হিসেবে ধরেছিল পুলিশ।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ধারাবাহিক অস্ত্রবাজির ঘটনা ঘটে। চিহ্নিত অস্ত্রবাজদের ছবি গণমাধ্যমে প্রকাশের পর দেশব্যাপী সমালোচনা তৈরি হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭