কালার ইনসাইড

আসিফের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

জনপ্রিয়তা ছাপিয়ে একজন স্পষ্টবাদী মানুষ হিসেবে পরিচিত সঙ্গীতশিল্পী আসিফ আকবর। দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতামত জানাতে দ্বিধা বোধ করেন না তিনি। সঙ্গীতপাড়ার নানা অনিয়মে তাঁর কণ্ঠ থাকে সজাগ। ফেটে পড়েন প্রতিবাদে। বরাবরের মত এবারো নিয়মের ব্যত্যয় ঘটেনি। ক্ষেপেছেন সেই সব সিনিয়র শিল্পীদের ওপর, যারা সবসময় নতুনদের সমালোচনা করেন। রোববার এক ফেসবুক বার্তায় সিনিয়র শিল্পীদের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন আসিফ।

ফেসবুক বার্তায় আসিফ জানান, ‘আজকাল পত্রিকা-টিভিতে সিনিয়র শিল্পীদের আক্ষেপ শুনে একটু অবাক হই। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গানবাজনা করছে, অস্বীকার করবো না তাদের দুর্বলতা, ধরেই নিলাম তারা খুব খারাপ করছে। একবার ভাবুন- বর্তমানে আপনারা বাংলা গানের শ্রোতাদের কতোটুকু ধরে রাখতে পারছেন? সমালোচনা আর আক্ষেপ ছাড়া আপনাদের ঝুলিতে আছে শুধু অতীত-বন্দনা।’

২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর আকাশচুম্বী জনপ্রিয়তার পর থেকে আসিফ অ্যালবাম বের করেছেন একের পর এক। কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রির নানা অনিয়ম, কপিরাইট নিয়ে জটিলতা- ইত্যাদির প্রতিবাদে প্রায় আট বছর গান থেকে দূরে ছিলেন। এখন আবারও সক্রিয় হয়েছেন। নিয়মিত গান করছেন। ‘বুলেটিন’ শিরোনামে সামাজিক যোগাযোগের মাধ্যমে গানের খবর জানাচ্ছেন শ্রোতাদের।

কিন্তু বর্তমান সময়ের গান নিয়ে অনেক প্রতিষ্ঠিত শিল্পীদের উন্নাসিকতায় বিরক্ত হচ্ছেন। তিনি বলেন, ‘আগের দিন নাই- সেই বাস্তবতা মানুন। ব্যাগভর্তি টাকা নিয়ে প্রডিউসার আসবে- সেদিন রাজহাঁসে খেয়েছে। সেই রাজহাঁস জন্ম দিয়েছে কারা! অনিয়মের সঙ্গে আপোষ করে সুবিধা ভোগ করেছেন কারা! দুঃখজনক হলেও সত্যি- অনিয়ম শেষ পর্যন্ত অনিয়মই। প্রডিউসার টাকশাল নিয়ে বসে নেই, তাদেরও খেয়ে পরে চলতে হয়। পত্রিকায় দেয়া বক্তব্যের সঙ্গে আপনাদের অনেকের বাস্তব চলার পথে মিল নেই, গোপনে যোগাযোগ রাখছেন জানি, কর্পোরেট সুবিধা আপনাদেরই দখলে। মানহীন গান আপনারাও করছেন, টাকাও নিচ্ছেন প্রমাণ আছে।’

আসিফের সর্বশেষ অ্যালবাম ‘জানরে’। প্রকাশ হয়েছিলো ২০১৪ সালে। বর্তমানে নতুন অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি।


বাংলা ইনসাইডার/এফএইচপি/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭