টেক ইনসাইড

জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবসে কনসার্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

তথ্য ও প্রযুক্তির জন্য কনসার্ট। মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজন করা হচ্ছে এই কনসার্টের।

এবার দিবসটির প্রতিপাদ্য- ‘সফল হোক, সার্থক হোক, ইন্টারনেট হোক দিন বদলের হাতিয়ার ‘।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে বিকেল ৫.৩০ থেকে রাত ৯টা পর্যন্ত কনসার্টটি চলবে। কনসার্টে অংশ নেবে জেমস, তাপস অ্যান্ড ফ্রেন্ডস ও স্পন্দন (শেখ কামালের হাতে গড়া ব্যান্ড)।

কনসার্ট আয়োজনে রয়েছে- তথ্য ও প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব সুবীর কিশোর চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ডিন ড. এ এস এম মাকসুদ কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী।




বাংলা ইনসাইডার/ এসএইচ/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭