ইনসাইড গ্রাউন্ড

দলে জায়গা না পাওয়া মাহমুদুল্লাহ সহ-অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

কয়েক মাসের ব্যবধানে মাহমুদুল্লাহ রিয়াদ যেন মুদ্রার উভয় পিঠই দেখে ফেললেন। ফর্মহীনতার অভিযোগে টেস্ট দলে জায়গা হারিয়েছিলেন আবার কয়েক মাসের মাথায় সেই টেস্ট ফরমেটেই সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন। এই বছরের শেষের দিকটা মনে হয় অনেক বিস্ময় জমিয়ে রেখেছিলো মাহমুদুল্লার জন্য।

ক’দিন আগে ফর্মহীনতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়ে যান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টেও জায়গা হয়নি এই ক্রিকেটারের। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে স্কোয়াডের বাইরে থেকেও শেষ সময়ে দলে সুযোগ পান। তবে সেটা পারফরম্যান্সের ভিত্তিতে নয়, সাকিব আল হাসানের ছুটিতে থাকার কারণে তাঁকে দলে নেয় বিসিবি। মিডল অর্ডারে অভিজ্ঞ কাউকে দরকার ছিল বলেই বিসিবি ডেকে পাঠায় মাহমুদউল্লাহ রিয়াদকে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে পুরো বাংলাদেশ দল হতাশ করলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহ। হয়তো সেটারই প্রতিদান পেলেন এই ব্যাটসম্যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় মুশফিকের বদলে দায়িত্ব পাওয়া অধিনায়ক সাকিবের ডেপুটি হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করা হয়েছে। ফর্মহীনতার অজুহাতে কয়েক মাস আগেও যার দলে জায়গাই হচ্ছিল না, কয়েক মাস পর সেই ক্রিকেটারকেই সহ-অধিনায়ক করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এবারের বিপিএলও বড় ভূমিকা রেখেছে মাহমুদউল্লাহর সহ-অধিনায়ক হওয়ার পিছনে। প্রায় ভাঙাচোরা একটা দল নিয়ে খুলনা টাইটানসকে প্লে অফে নিয়ে আসেন তিনি। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে অসাধারণ ছিলেন বাংলাদেশের মিডল অর্ডারের এই অতন্দ্র প্রহরী। পুরো আসরে মাহমুদউল্লাহর অধিনায়কত্বের প্রশংসাও করেছেন সবাই। বিসিবি হয়তো সেটাও বিবেচনা করতে পারে।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭