ইনসাইড গ্রাউন্ড

জামাল-জিকোকে নিয়ে বাফুফের দল ঘোষণা


প্রকাশ: 16/02/2022


Thumbnail

গেমসের পুরুষ ফুটবল প্রতিযোগিতা সাধারণত অনূর্ধ্ব ২৩ ভিত্তিক। এই দলের সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলার যুক্ত করার সুযোগ থাকে। আসন্ন এশিয়ান গেমস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তার এশিয়ান গেমস স্কোয়াডে পাঁচ জন সিনিয়র ফুটবলার রেখেছেন। 

গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূঁইয়া, মিডফিল্ডার সোহেল রানা, ফরোয়ার্ড সুমন রেজা ও রাকিব হোসেনকে রেখেছেন ক্যাবরেরা। প্রাথমিক তালিকায় পাঁচ জন রাখলেও শেষ পর্যন্ত তাকে দুই জনকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে সোহেল, সুমন ও রাকিব এই তিন জনের মধ্যে দুই জন বাদ পড়ার সম্ভাবনাই বেশি। 

কারণ গোলরক্ষক আনিসুর রহমান জিকো অত্যন্ত পরীক্ষিত ও ভালো ফর্মে রয়েছেন। জামাল ভূঁইয়া আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত দক্ষ এবং রক্ষণ-আক্রমণের মধ্যে সেতুনবন্ধন করতে পারেন। বাকি তিন জনের মধ্যে তাকে একজনকে চূড়ান্ত করতে হবে। 

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ১০ ফেব্রুয়ারির মধ্যে ফেডারেশনগুলোকে নাম দিতে বলেছিল। ৩ ফেব্রুয়ারি ফুটবল লিগ মাত্র শুরু হয়। নতুন কোচ ক্যাবরেরা তাই দুই দিন বেশি সময় নিয়েছেন অনূর্ধ্ব ২৩ পর্যায়ের খেলোয়াড়দের বেশি দেখতে। 

এবারের লিগে আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেলও ভালো পারফরম্যান্স করেছেন। নতুন কোচ সিনিয়র কোটায় গোলরক্ষক পজিশনে জিকোকেই বেছে নিয়েছেন। 

এশিয়ান গেমস এই বছর সেপ্টেম্বরে। এর আগে ক্যাবরেরা প্রথম অ্যাসাইনমেন্ট মার্চে ফিফা উইন্ডো। যদিও এখনো প্রতিপক্ষ চূড়ান্ত করতে পারেনি বাফুফে। 


৩০ সদস্যের দল-
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস), পাপ্পু হোসেন (সাইফ স্পোর্টিং ক্লাব) , মাহফুজ হাসান প্রিয়ম (ঢাকা আবাহনী) ও মিতুল মারমা (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)।

ডিফেন্ডার : রহমত মিয়া (শেখ রাসেল ক্রীড়া চক্র) , রিয়াদুল হাসান রাফি (সাইফ স্পোর্টিং ক্লাব) , ইয়াসিন আরাফাত (বসুন্ধরা কিংস) , তারিক কাজী (বসুন্ধরা কিংস) , ইমরান খান, রিমন হোসেন (বসুন্ধরা কিংস) , টুটুল হোসেন বাদশা (ঢাকা আবাহনী) , বিশ্বনাথ ঘোষ, ঈসা ফয়সাল (বাংলাদেশ পুলিশ এফসি) ও শাহিন মিয়া (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)।

মিডফিল্ডার : জামাল ভুঁইয়া (সাইফ স্পোর্টিং ক্লাব) , রাকিব হোসেন (ঢাকা আবাহনী) , সোহেল রানা (বসুন্ধরা কিংস) , বিপলু আহমেদ (বসুন্ধরা কিংস) , মানিক হোসেন মোল্লা (শেখ রাসেল ক্রীড়া চক্র) , পাপন সিংহ (উত্তর বারিধারা) , ফাহিম মোর্শেদ (বসুন্ধরা কিংস) , এনামুল ইসলাম (রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি) , আশরাফুল হক (মোহামেডান স্পোর্টিং ক্লাবে) ও সাব্বির হোসেন (রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি) ।

ফরোয়ার্ড : সুমন রেজা (বসুন্ধরা কিংস) , মেরাজ হোসেন অপি (সাইফ স্পোর্টিং ক্লাব), ফয়সাল আহমেদ ফাহিম (সাইফ স্পোর্টিং ক্লাব), মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস) , মোহাম্মদ জুয়েল (শেখ রাসেল ক্রীড়া চক্র) ও শাহরিয়ার ইমন (মোহামেডান স্পোর্টিং ক্লাব)।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭