ইনসাইড গ্রাউন্ড

আবারও রিয়ালকে হারাতে চায় এমবাপে


প্রকাশ: 16/02/2022


Thumbnail

দারুণ জয়ের তৃপ্তি আছে। তবে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার উপায় নেই। কাজ তো সবে অর্ধেক সারা হয়েছে! কিলিয়ান এমবাপে তাকিয়ে তাই আরেক লেগের ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজির জয়ের নায়ক আত্মবিশ্বাস নিয়ে মুখিয়ে আছেন পরের লড়াইয়ে জন্য।

চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে সবশেষ ১৩ ম্যাচে ১৩ গোল হয়ে গেল তার। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ম্যাচের পর বললেন, রিয়াল মাদ্রিদ নিয়ে মাঠের বাইরের আলোচনার কোনো প্রভাব তাকে নাড়িয়ে দেয়নি। 

“আমাদের জন্য দারুণ একটি ম্যাচ ছিল। আমার দলকে সহায়তা করতে আমি সবসময়ই তৈরি, অন্য কোনো দিকে মনোযোগ ছিল না।”

এক গোলের ব্যবধান যে আসলে বড় কোনো নিশ্চয়তা নয়, সেটিও মনে করিয়ে দিলেন এমবাপে।

“মাটিতেই পা রাখতে হবে আমাদের এবং দ্বিতীয় লেগ এখনও উন্মুক্ত। ম্যাচটি খুব কঠিন হবে। তবে এগিয়ে থাকার সুবিধা আমাদের আছে এবং আমরা আত্মবিশ্বাসী থাকব।”

পরের ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের মাঠে। পিএসজির জন্য কাজটি যে সহজ হবে না, জানেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। তবে এগিয়ে থাকার আত্মবিশ্বাসই তাকে দিচ্ছে ভরসা।

“ছোট ব্যবধানের জয় এটি তবে মাদ্রিদের ম্যাচের জন্য এটিই আমাদের আশা জোগাচ্ছে। দলের পারফরম্যান্সে আমি খুশি এবং আশা করি, সামনেও এমন পারফরম্যান্স ধরে রাখতে পারব।”


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭