টেক ইনসাইড

সাইবার নিরাপত্তায় লিঙ্গবৈষম্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

সাইবার নিরাপত্তা ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য প্রকট আকার ধারণ করেছে। ফরচুনের ৫০০ সাময়িকীর তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর ৮৭ শতাংশেই পুরুষ চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) হিসেবে কাজ করে।

বিশ্ববাজার গবেষণাপ্রতিষ্ঠার ফরেস্টার জানায়, সিআইএসও তে পুরুষরাই বেশি প্রাধান্য বিস্তার করে। এমনও আছে যে, ফরচুনের ২০টি শীর্ষ প্রতিষ্ঠানে মাত্র দুইজন নারী কাজ করে।

গবেষক জেফ পোলার্ড জানান, এই বৈষম্য লিঙ্গবৈষম্যের স্পষ্ট সংকেত দেয়। সাইবার নিরাপত্তা খাতে নারীদের আরও বেশি উন্নতি করার সুযোগ দেওয়া দরকার।

তিনি আরও বলেন, অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, সেখানে তাদের প্রতিভা ঘাটতি নিয়ে কথা উঠলে সহানুভূতি জানানোটাও কঠিন হয়ে যায়।

ফরচুন ৫০০ সাময়িকীর শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণায় জানা গেছে, সেখানকার কর্মীদের মধ্যে মধ্যে ৪৫ শতাংশ সিআইএসও এমবিএ ডিগ্রিধারী। এখানে প্রযুক্তিদক্ষ লোককে প্রাধান্য না দিয়ে ব্যবসায় সংক্রান্ত লোককে প্রাধান্য দেওয়ার কারণ হল এরা ব্যবসা ভালো বোঝে, কথা বলতে পারে এবং ব্যবসায় নিয়ে ভাবতেও পারে। আবার ১১ শতাংশ লোক সামরিক, ৪ শতাংশ লোক আইনী পেশায় যুক্ত ছিলেন। প্রায় ৫৯ শতাংশ সিআইএসও প্রতিষ্ঠানের বাইরে থেকে এনে কাজ করানো হয়।


বাংলা ইনসাইডার/ এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭