ইনসাইড গ্রাউন্ড

চার্লস-ম্যাককালামের ব্যাটে বড় সংগ্রহ রংপুরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১৯৩ রানের বড় টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। জনসন চার্লস ও ম্যাককালামের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়ে রংপুর। দুজনে মিলে ১৫১ রানের অনবদ্য এক জুটি গড়েন।

বৃষ্টি বিঘ্নিত রবিবারের খেলার বাকি অংশ শুরু হয় আজ সন্ধ্যা ছয় টায়। শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন চার্লস-ম্যাককালাম। আগের দিনের ৪৭ থেকে ইনিংসের শুরুতেই অর্ধশত তুলে নেন চার্লস। তারপর অর্ধশতকে সেঞ্চুরিতে পরিণত করতে ভুল করেননি এই ক্যারিবিয়ান। মাত্র ৬৩ বলে এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন চার্লস। অন্যপ্রান্তে ম্যাককালামও ঝড়ো ইনিংস খেলেন। বড় ইনিংস যেন পাওনা হয়ে ছিল ম্যাককালামের কাছে। সেই পাওনাই যেন মেটালেন আজ ৪৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে। চার্লস এবং ম্যাককালামের ছক্কা বৃষ্টিতে অসহায় মনে হচ্ছিলো কুমিল্লার বোলারদের।

ম্যাককালামের বিদায়ের পর রবি বোপারা এসে কোনো রান না করেই ফিরে যান। মাশরাফিও কোনো বল না খেলে শূন্য রানে অপরাজিত থাকেন। তবে বোপারা-মাশরাফির রান না পাওয়াটা কোনো প্রভাবই পরেনি রংপুরের ইনিংসে। অন্যপ্রান্তে চার্লস বাকিটা দারুণ ভাবে শেষ করে মাঠ ছাড়েন।

কুমিল্লার বোলারদের মধ্যে হাসান আলি, মেহেদি হাসান এবং সাইফউদ্দিন একটি করে উইকেট পান।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭