লিভিং ইনসাইড

রাতের পার্টি সাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

রাতের পার্টি সাজ মানেই অন্য রকম আবেদন। তাই একটু বৈচিত্র্যময় ও আকর্ষণীয় না হলে রাতের সাজটা পূর্ণতা পায় না । রাতে চোখের সাজে রাখতে পারেন গাঢ় ভাব। আর এর সঙ্গে লাগাতে পারেন হালকা রঙের লিপস্টিক। দেখবেন নিজেকে অনেক আকর্ষণীয় লাগছে।

রাতের পার্টি সাজের একটি গাইড লাইন নিচে দেয়া হলো:

প্রথমে মুখ ভালো করে ধুয়ে একটি থিক ব্রাশ দিয়ে লিকুইড ফাউন্ডেশন লাগান।এবার কমপেক্ট ব্যবহার করুন।একটি থিক ব্রাশ বা পাফ দিয়ে মুখে বাদামি রঙের কমপেক্ট লাগান।এর পর নাকের পাশেরঅংশ, চিবুক ইত্যাদি হাইলাইটের জন্য ব্যবহার করতে পারেন সাদা রঙের কমপেক্ট।এবার চোখের ওপর বাদামি রঙের আইশ্যাডো লাগান। এবার চোখের ওপরে কালো রঙের আইশ্যাডো লাগান এবং দুই চোখের কোনার দিকে সাদা রঙের আইশ্যাডো ব্যবহার করুন। কালো আইশ্যাডোর ওপরে ব্যবহার করতে পারেন বাদামি রঙের আইশ্যাডো । পছন্দ হলে চোখের পাপড়িতে ব্যবহার করতে পারেন আইল্যাশ। এতে চোখ আকর্ষণীয় লাগবে।এবার সুন্দর করে টেনে চোখে আইলাইনার লাগান। আইব্রোতে ডার্ক ব্রাউন রঙের কাজল ব্যবহার করুন। প্রয়োজন হলে আবারও হাইলাইটের জন্য ব্যবহার করতে পারেন সাদা রঙের কমপেক্ট । এবার ডার্ক ব্রাউন রঙের কন্টোরিং দিয়ে মুখে কন্টোরিং করে নিন। চোখের গাঢ় সাজ, তাই হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন। এই সাজের সঙ্গে পরতে পারেন সাদা রঙের টপস, কানে ছোট দুল, গলায় ছোট লকেট আর হাতে চমৎকার একটি ঘড়ি। চুলে করতে পারেন হর্স টেইল। তবে চাইলে চুল ছেড়েও রাখতে পারেন। যেকোনো চুলের স্টাইলের সঙ্গেই কিন্তু এই সাজ মানিয়ে যাবে।


বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭