লিভিং ইনসাইড

ঘরে বসেই বানিয়ে ফেলুন আনারসের বডি স্ক্রাব


প্রকাশ: 17/02/2022


Thumbnail

আনারস শুধু আপনার স্বাস্থ্যের জন্যই নয়, বরং আপনার ত্বকের জন্যও উপকারী। আমরা প্রায়ই আনারসের খোসা ফেলে দিয়ে থাকি কিন্তু এটি আপনার ত্বকের জন্য খুবই উপকারী। এটি ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজের মতো পুষ্টিতে ভরপুর। বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন আনারসের খোসাকে। এটি আপনার ত্বককে হাইড্রেটেড এবং পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তাহলে চলুন জেনে নেই কিভাবে আনারসের খোসা ব্যাবহার করে বডি স্ক্রাব তৈরি করতে পারবেন-

কীভাবে বডি স্ক্রাব বানাবেন-

আনারস থেকে বডি স্ক্রাব তৈরি করতে আপনার লাগবে ১ কাপ শুকনো আনারসের খোসা।

১ কাপ সাদা চিনি এবং ১ টেবিল চামচ গোলাপ জল।

প্রথমে আপনি মিক্সি গ্রাইন্ডারে ১ কাপ আনারসের খোসা গুঁড়ো নিন। একটি পাত্রে বের করে তাতে চিনি ও গোলাপ জল মেশান। এবার ত্বকে এই স্ক্রাব লাগান। এটি ত্বকে আলতো করে স্ক্রাব করুন। এরপর পরিষ্কার হওয়ার পর ধুয়ে ফেলুন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭