ইনসাইড গ্রাউন্ড

চার্লসের ব্যাটিং প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

পুরো বিপিএল জুড়ে যেন ক্যারিবীয় দাপট চলছে। বলা যায় ব্যাট হাতে ঝড় তুলে দর্শকদের মাতিয়ে রাখছেন ক্যারিবীয়ানরা। স্যামি, লুইস ও গেইল শো-এর পর সোমবার বিপিএলের দর্শকরা দেখল জনসন চার্লস শো।

কুমিল্লা এবং রংপুর উভয় দলের সমর্থকদের জন্যই চোখ জুড়ানো এক ব্যাটিং প্রদর্শনী ছিল চার্লসের ব্যাটে। আগের ম্যাচেই তাঁর স্বদেশী ক্রিস গেইল ১২৬ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। হয়তো তাঁর কাছ থেকেই এমন আগ্রাসী ব্যাটিংয়ের মন্ত্রটা রপ্ত করে নেন চার্লস। রবিবার বৃষ্টি নামার আগ পর্যন্ত যে ৫৫ রান সংগ্রহ করেছিলো রংপুর রাইডার্স তার মধ্যে ৪৭ রানই ছিল এই মার-কাটারি ব্যাটসম্যানের।

সোমবার যেন ঠিক আগের দিনের ধারাবাহিকতায় শুরু করেন চার্লস। উল্টো এদিন ছিলেন আরো ভয়ংকর। ৬৩ বলে ১০৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। মোট ৯টি চার ও ৭টি ছয়ের মার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংসটি। শেষ বলটাকেও সীমানা ছাড়া করে তুলে নেনে সেঞ্চুরি। ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে নিজের সেঞ্চুরির পাশাপাশি দলকেও বড় সংগ্রহ এনে দেন এই ক্যারিবীয়। এই সেঞ্চুরির কল্যাণে তাঁর দল রংপুরও পৌঁছে যায় ফাইনালের মঞ্চে।

আর ফাইনালে গেইল, ম্যাককালামের সঙ্গে তাঁর ব্যাটও জ্বলে উঠলে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে ঢাকা ডায়নামাইটসের জন্য।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭