ইনসাইড গ্রাউন্ড

নতুন ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস


প্রকাশ: 17/02/2022


Thumbnail

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের যাত্রা শুরু হলো। বাংলাদেশের কোনো ফুটবল ক্লাব নিজস্ব ভেন্যুতে লিগের আয়োজন করছে। আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দল যা পারেনি তা করিয়ে দেখিয়েছে নতুন ক্লাব বসুন্ধরা কিংস। 

বিকেল তিনটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক বসুন্ধরা কিংস মুখোমুখি হয় পুলিশের। রেফারি আনিসুর রহমান সাগর কিক অফের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে ইতিহাস শুরু হয়। 

১৭ ফেব্রুয়ারি ২০২২। দিনটি একদিকে বসুন্ধরা কিংসের ঐতিহাসিক, অন্যদিকে বাংলাদেশের ফুটবলেরও। এই দিন ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার প্রথম ক্লাব হিসেবে খেলেছে নিজেদের মাঠে।

বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে গড়ে তোলা হয়েছে স্পোর্টস কমপ্লেক্স। যেখানে ফুটবল ও ক্রিকেট মাঠসহ আছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। কেবল ফুটবল স্টেডিয়ামকে তৈরি করা হয়েছে খেলার উপযোগী।

আন্তর্জাতিক ভেন্যুর অন্যতম প্রধান শর্ত মাঠের আয়তন। সেখানেও দশে দশ বসুন্ধরা কিংস। মাঠটির দৈর্ঘ্য ১০৫ মিটার ও প্রস্থ ৬৮ মিটার। আন্তর্জাতিক ফুটবলের জন্য যা আদর্শ মাপ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭