ইনসাইড গ্রাউন্ড

জমজমাট শেষ ষোলোর লড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/12/2017


Thumbnail

আজ সুইজারল্যান্ডের নিঁয়তে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের মাধ্যমে ঠিক হয়ে গেছে শেষ ষোলোতে কে কার মুখোমুখি হবে।

এই ড্রতে সবচেয়ে চমক ছিল রিয়াল মাদ্রিদ ও পিএসজির মুখোমুখি হওয়া। শেষ ষোলোতে রিয়াল-পিএসজি হাইভোল্টেজ এক লড়াই অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য। টানা দুবারের চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়ালেকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নেইমার-এমবাপ্পের পিএসজি।

অন্য ম্যাচগুলোতেও যথেষ্ট আকর্ষণ থাকবে দর্শকদের । আরেক ম্যাচে বার্সেলোনাকে মোকাবেলা করবে চেলসি। ২০১১-১২ মৌসুমে নাটকীয় চারটি ম্যাচ উপহার দিয়েছিলো দুই দল। ইংলিশ আরেক ক্লাব টটেনহাম পাচ্ছে গতবারের রানার্সআপ জুভেন্টাসকে। ম্যানচেস্টার ইউনাইটেড নক আউটে পাচ্ছে সেভিয়াকে। এএস রোমা ও শাখতার দোনেৎস্কর ম্যাচটিও দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে পারে।

শুধুমাত্র উড়তে থাকা ম্যানচেস্টার সিটি এবং বাসেলের মধ্যকার ম্যাচটি একপেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। এফসি পোর্তোর বিপক্ষে লিভারপুলও এবং বেসিকতাসের বিপক্ষে বায়ার্ন মিউনিখও অনেক অনেক এগিয়ে থাকবে।

এক নজরে নক আউট পর্বের ড্রঃ

রিয়াল মাদ্রিদ-পিএসজি; চেলসি-বার্সেলোনা; জুভেন্টাস-টটেনহাম; বায়ার্ন মিউনিখ-বেসিকতাস, সেভিয়া-ম্যানচেস্টার ইউনাইটেড; বাসেল-ম্যানচেস্টার সিটি, এফসি পোর্তো-লিভারপুল; শাখতার দোনেস্ক-এএস রোমা।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭