ইনসাইড গ্রাউন্ড

এক নজরে খেলাধুলা: ১২ ডিসেম্বর,২০১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2017


Thumbnail

প্রতিদিনের খেলার টুকরো খবর নিয়ে বাংলা ইনসাইডার-এর বিশেষ আয়োজন এক নজরে খেলাধুলা।


সোমবারের খেলার টুকরো খবর

ক্রিকেট
বিপিএল
হাইভল্টেজ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৩৬ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৫৬ রানে শেষ হয় কুমিল্লার ইনিংস।

নিউজিল্যান্ড- ও. ইন্ডিজ
২য় টেস্ট, ৩য় দিন

টেইলরের অপরাজিত সেঞ্চুরিতে হ্যামিল্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে নিউ জিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ সোমবার তৃতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ৩০ রানে। দিনের শেষের মত ব্যাটিংয়ে শুরুও বাজে ছিল ওয়েস্ট ইন্ডিজের। ৮ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করে যোগ করতে পেরেছে আর মাত্র ৬ রান। শেষ দুটি উইকেট দ্রুত তুলে নেন ট্রেন্ট বোল্ট।

সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৭৩

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৬.৫ ওভারে ২২১(আগের দিন ২১৫/৮) (রেইফার ২৩*, কামিন্স ১৫, গ্যাব্রিয়েল ০; সাউদি ২/৩৪, বোল্ট ৪/৭৩, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়েগনার ২/৭৩)।

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৭৭.৪ ওভারে ২৯১/৮ (ডি.) (রাভাল ৪, ল্যাথাম ২২, উইলিয়ামসন ৫৪, টেইলর ১০৭*, নিকোলস ৫, স্যান্টনার ২৬, ডি গ্র্যান্ডহোম ২২, ব্লান্ডেল ১, ওয়েগনার ৮, সাউদি ২২*; গ্যাব্রিয়েল ২/৫২, রোচ ০/২৮, কামিন্স ৩/৬৯, রেইফার ১/৫২, ব্র্যাথওয়েট ০/৩৩, চেইস ২/৫১)।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৪) ৮ ওভারে ৩০/২ (ব্র্যাথওয়েট ১৩*, পাওয়েল ০, হেটমায়ার ১৫, হোপ ১*, সাউদি ১/১৮, বোল্ট ১/১১)।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র
সুইজারল্যান্ডের নিঁয়তে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের মাধ্যমে ঠিক হয়ে গেছে শেষ ষোলোতে কে কার মুখোমুখি হবে।

এক নজরে নক আউট পর্ব
রিয়াল মাদ্রিদ-পিএসজি; চেলসি-বার্সেলোনা; জুভেন্টাস-টটেনহাম; বায়ার্ন মিউনিখ-বেসিকতাস, সেভিয়া-ম্যানচেস্টার ইউনাইটেড; বাসেল-ম্যানচেস্টার সিটি, এফসি পোর্তো-লিভারপুল; শাখতার দোনেস্ক-এএস রোমা।

মঙ্গরবারের খেলাধুলা

ক্রিকেট
বিপিএল
ফাইনালঃ রংপুর-ঢাকা
নানা কারণে বহুল আলোচিত ও সমালোচিত বিপিএলের পঞ্চম আসরের পর্দা নামছে। ক্রিকেট বিশ্লেষ্কদের মতে এবারের বিপিএল অন্যান্যবারের তুলনায় অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল। এখন সবার মনে একটা প্রশ্ন, শিরোপা কার হাতে উঠবে? ? ম্যাশের চার নাকি সাকিবের দুই?  রংপুরের প্রথম না ঢাকার দ্বিতীয়?

খেলাটি সন্ধ্যা ৬টায় সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং মাছরাঙা টিভি।

নিউজিল্যান্ড- ও. ইন্ডিজ
২য় টেস্ট, ৪র্থ দিন
সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লড়বে নিউজিল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ। খেলাটি বাংলাদেশ সময় ভোর ৪টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।  


বাংলা ইনসাইডার/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭