লিভিং ইনসাইড

ঘর সাজাতে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2017


Thumbnail

সাজানো-গোছানো ঘর দেখতে যেমন ভালো লাগে, তেমনি মনকেও প্রশান্তি দেয়। তাই ঘর সাজানোর আগে কিছু বিষয়ে সতর্কতা জরুরি-


-ঘরের দেয়ালে কোন ছবি  লাগাতে চাইলে ফ্রেমের দিকে খেয়াল রাখবেন। ফ্রেম খুব বেশি সুন্দর বা ডেকরেটিভ রাখার চেষ্টা  না করাই ভালো। কারণ, চোখ ধাঁধানো ফ্রেমে থাকা ছবিটা নজরেই আসবেনা।

-ঘর সাজানোর নানান উপাদান যেমন দারুণ ফটো ফ্রেম, ফুলদানি , আর্টিফিশিয়াল ফ্লাওয়ার- ইত্যাদি কাছাকাছি দোকান থেকে কেনার চেষ্টা করুন। দরকারের সময় যা সহজে পাল্টে নেওয়া যায়।

- সৌখিন আয়না শখ ও  রুচির পরিচয় দেবে। বেত, কাঠের নকশা করা বা কড়ি বসানো ফ্রেমে আয়না দারুণ লাগে।

- বাড়ি বা ফ্ল্যাটে পার্টি অ্যারেঞ্জ করতে চাইলে প্রথমেই নজর দিতে হবে জায়গার ওপর। দেখে নিতে হবে ঘরে পার্টি করার মতো পর্যাপ্ত জায়গাটুকু আছে কি না।

- গাঢ় রঙের দেয়াল ঘরে অন্ধকার ভাব নিয়ে আসে। তাই দেয়াল হালকা রঙে রাঙান।


বাংলা ইনসাইডার/এমআর/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭