ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনে রাশিয়ার সাইবার হামলা


প্রকাশ: 19/02/2022


Thumbnail

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি ব্যাংকে সাইবার হামলার ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে চালানো এইদুটি সাইবার হামলার সাথে রাশিয়ার গোয়েন্দারা জড়িত বলে অভিযোগ করেছে ব্রিটিশ সরকার। যদিও ইউক্রেনে হওয়া এই সাইবার হামলার কথা অস্বীকার করেছে মস্কো। 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের সরকারের তরফ থেকে বিবৃতি জানিয়ে এমন দাবি করা হয়। 

এ হামলার পেছনে কারা রয়েছে তা উল্লেখ করে ব্রিটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ব্যাংকিং সেক্টরে গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি যে সাইবার হামলা চালানো হয়েছে, সেই হামলার সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সদস্যরা সম্পৃক্ত।

ইউক্রেনিয়ান সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয় বলে দাবি করে। তবে এ হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করেনি ইউক্রেন সরকার।

এক বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ না করে তারা জানিয়েছিল, আগ্রাসী আচরণে কাজ না হওয়ায় অনৈতিক কৌশল বেছে নেওয়া হয়েছে।

এদিকে, ইউক্রেনে সাইবার হামলার খবরে পোল্যান্ড সরকারের তরফ থেকে নিরাপত্তা সার্ভিস এবং জনপ্রশাসন সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭