ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে নিশ্চিত ক্রিস গেইল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2017


Thumbnail

নানা নাটকীয়তার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাট করার সময় পায়ে চোট পান রংপুর রাইডার্সের ক্রিস গেইল। ফলে ফিল্ডিংয়ের সময় আর মাঠে দেখা যায়নি এই ক্যারিবিয়ান তারকাকে। পরে জানা যায়, গেইলের পা মচকে গেছে এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ মত চলছেন গেইল।  

তখন থেকেই রংপুর রাইডার্সের সমর্থকদের মনে প্রশ্ন, ফাইনালে ঢাকার বিপক্ষে খেলতে পারবেন তো গেইল?

সেই প্রশ্নের উত্তর রংপুর অধিনায়ক মাশরাফি দিয়ে দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গেইল ফিট আছেন, ফাইনালেও খেলবেন’।

সংবাদ সম্মেলনে গেইলের খেলা নিয়ে মাশরাফি বলেন, ‘এই মুহূর্তে অনেকটাই ভালো আছেন গেইল। হাঁটা-চলায় তার কোনও সমস্যা নেই। মঙ্গলবার একটু দৌড়ালেই খেলতে পারবে। হাঁটা-চলাতে কোথাও কোনও সমস্যা হচ্ছে না।’

চোট নিয়ে এরপর আর সোমবার ফিল্ডিংয়ে নামেননি গেইল। তাঁর পরিবর্তে অ্যাডাম লিথ পুরো সময় ফিল্ডিং করেন।


বাংলা ইনসাইডার/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭