ইনসাইড সাইন্স

স্মার্টফোন নতুন রাখতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2017


Thumbnail

স্মার্টফোন পুরোনো হয়ে গেলে তার কার্যক্ষমতা কমে আসে। স্ক্রিনে পড়ে আচঁড়ের দাগ। বাইরের অংশে ময়লা পড়ে হয়ে যায় ফ্যাকাশে। তবে চাইলেই স্মার্টফোন নতুনের মতো করে রাখা সম্ভব। এর জন্য অতি সাধারণ কিছু নিয়ম মেনে চললেই হয়। আজ সেদিকে নজর দেওয়া যাক।

কেস ও স্ক্রিন প্রটেক্টর

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- কেস ও স্ক্রিন প্রটেক্টর। নতুন কেনা বা কিছুদিন ব্যবহার হয়েছে, এমন স্মার্টফোনগুলোর ক্ষেত্রে সবসময় কেস এবং স্ক্রিন প্রটেক্টর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এতে ফোন যদি আচমকা পড়েও যায়, ভাঙার সম্ভাবনা কম থাকে।

ফোন নিয়মিত পরিষ্কার রাখা

স্মার্টফোনের বাইরের অংশ সময়মতো পরিষ্কার করার জন্য সবসময় একটি ছোট মাইক্রো-ফাইবার কাপড় সঙ্গে রাখা উচিত। এছাড়াও, মনে রাখা দরকার, পরিষ্কারের জন্য পানি বা অন্যান্য পরিষ্কারকারক কোনো পদার্থ ব্যবহার করা উচিত নয়, যা স্মার্টফোনের পৃষ্ঠে আর্দ্রতা নষ্ট করে।

অ্যাপ দিয়ে হোম স্ক্রিন ভরে রাখা যাবে না

কম্পিউটার বা ল্যাপটপে অনেক অ্যাপ থাকলে ডিভাইস স্লো হয়ে যায়। স্মার্টফোনের ক্ষেত্রেও খাটে একই কথা। এতে কাজ করতে অসুবিধা হয়। এটা স্মার্টফোনের ব্যাটারিকেও ক্ষতিগ্রস্ত করে। আর এ সমস্যা দূর করতে শুধু প্রয়োজনীয় অ্যাপ ও উইজেটগুলো রাখতে হবে।

অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টল

ফোনে একটি অ্যান্টিভাইরাস ডিভাইসে থাকা ম্যালওয়ার শনাক্ত করে। গুগল প্লে স্টোরে এ রকম বেশ কয়েকটি অ্যাপ রয়েছে। এ স্টোর থেকে সেরাটি পছন্দ করে নেওয়া যাবে। কোনো হুমকি থেকে ফোন রক্ষা করা ছাড়াও এটি স্মার্টফোনের কর্মক্ষমতা বৃদ্ধি করবে।

স্মার্টফোন চালনাতেও বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি:

-কোনো অ্যাপ চালু রেখেই তা থেকে বেরিয়ে আসা উচিত নয়।

-ওয়াইফাই এবং ব্লুটুথ ব্যবহারের পর সেটি বন্ধ করে রাখতে হবে। এগুলো চালু থাকলে ফোন স্লো হয়ে যাবে।

-চলমান ওয়ালপেপার ব্যবহার ব্যাটারির জন্য ক্ষতিকর। তাই এটা ব্যবহার না করাই ভালো।


সূত্র: ইকোনমিক টাইমস

বাংলা ইনসাইডার/এসএইচ/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭