ওয়ার্ল্ড ইনসাইড

‘অভিবাসন আইন সংস্কার প্রয়োজন, নিউইয়র্কের হামলাই প্রমাণ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2017


Thumbnail

যুক্তরাষ্ট্রের জন্য অভিবাসন আইন সংস্কার ‘কতটা জরুরি’- সেটা নিউইয়র্কে বোমা হামলার ঘটনা দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ কথা জানানো হয়।

সোমবার (১১ ডিসেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে বোমা হামলার ওই ঘটনায় আকায়েদ উল্লাহ নামের এক বাংলাদেশি যুবককে দায়ী করা হচ্ছে।

হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘চেইন মাইগ্রেশন’ নামে পরিচিত মার্কিন নীতির বদৌলতে ফ্যামিলি ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিল ওই যুবক।

ওই অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানান ট্রাম্প।

 

বাংলা ইনসাইডার/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭