ইনসাইড গ্রাউন্ড

নেইমারের পেনাল্টি মিস, হারের স্বাদ পেল পিএসজি


প্রকাশ: 20/02/2022


Thumbnail

প্রথমার্ধেই অবিশ্বাস্যভাবে পিএসজির জালে বল গেল তিনবার! বিরতির পর নেইমার একটি গোল শোধ করলেও মিস করলেন পেনাল্টি। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে হাতছাড়া করলেন সুযোগ। তাদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালেন প্রতিপক্ষ গোলরক্ষকও। মাওরিসিও পচেত্তিনোর দলকে প্রায় ভুলতে বসা হারের তেতো স্বাদ দিল নঁত। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ৩-১ গোলে হেরেছে পিএসজি।

নঁতের বিপক্ষে ম্যাচের প্রথম সুযোগটি পেয়েছিল পিএসজি। হুয়ান বের্নাতের শট এগিয়ে এসে আটকে দেন গোলরক্ষক আলবা লাফু। এক মিনিট পরই এগিয়ে যায় নান্তেস। পাল্টা আক্রমণে সতীর্থের পাসে ডি-বক্সে কোলো মুয়ানির শট কেইলর নাভাসের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

৫ মিনিট পর মেসির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন লাফু। ১৬তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় নঁত। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে মেরলিনের শট দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়। খানিক বাদে আরও দুটি দারুণ সেভ করেন নঁতের গোলরক্ষক লাফু। 

৪৪তম মিনিটে ১০ জনের দল হয়ে পড়েছিল নঁত। তবে ওই যাত্রায় তারা রক্ষা পায় ভিএআরে। এমবাপেকে পেছনে টেনে ধরায় নঁতের ডিফেন্ডার ডেনিস লাল কার্ড দেখেন, ভিএআরে সেটা বদলে হয় হলুদ কার্ড। 

প্রথমার্ধের যোগ করা সময়ে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন লুদোভিচ ব্লাস। ডি বক্সের ভেতরে জর্জিনিও উইজানাল্ডমের হাতে বল লাগলে পেনাল্টি পায় নঁত। 


দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে গোল করে পিএসজিকে কিছুটা স্বস্তি এনে দেন নেইমার। মেসির দারুণ পাস ডি-বক্সে পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৫৭তম মিনিটে ফের এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ আসে পিএসজির সামনে। 

প্রতিপক্ষের ডি-বক্সে এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমারের দুর্বল স্পট কিক সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক। শেষদিকে আরও কিছু সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপে-মেসি। হারের তেঁতো স্বাদ নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় পিএসজিকে।

নঁতের বিপক্ষে ম্যাচটি ছিল মেসির ক্লাব ক্যারিয়ারের ৮০০তম ম্যাচ। উপলক্ষটা রাঙাতে পারেননি আর্জেন্টাইন তারকা। তবে লিগ টেবিলে এখনও শীর্ষেই আছে পিএসজি। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭