টেক ইনসাইড

গুগলের কিছু নতুন ফটোগ্রাফি অ্যাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2017


Thumbnail

স্মার্টফোন ফটোগ্রাফিকে আরও মজাদার করে তুলতে নতুন নতুন সব গবেষণায় নেমেছে সার্চ জায়ান্ট গুগল।

এরই অংশ হিসেবে সম্প্রতি বেশ কিছু ফ্রি ফটো অ্যাপ নিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলকভাবে অ্যাপগুলো চালু করেছে এর `গুগ‘ বিভাগ। এতে আছে আলাদা ফটো বুথ। যা দিয়ে ছবির জন্য বিভিন্ন পোজ শনাক্ত করা যায়। এছাড়া ডিজে স্টাইলে ভিডিও রিমিক্সসহ যে কোনো অ্যাডভেঞ্চারকে কমিক বুক প্যানেলে নিয়ে যাওয়া সম্ভব।

মার্কিন টেকজায়ান্ট অ্যালফাবেটের অঙ্গপ্রতিষ্ঠানটি `অ্যাপস‘ এবং `এক্সপেরিমেন্ট‘ এই দুই শব্দের সমন্বয়ে চালু করেছে `অ্যাপসপেরিমেন্ট‘ অ্যাপ, যা বিনামূল্যে ডাউনলোডযোগ্য। স্মার্টফোন ফটোগ্রাফির ভবিষ্যত এ টুলস।

গুগল রিসার্চের গবেষক অ্যালেক্স কৌফম্যান এক ব্লগ পোস্টে জানান, "পরবর্তী প্রজন্মের ক্যামেরাগুলোতে হার্ডওয়্যার এবং কম্পিউটারের ভিশন অ্যালগরিদমের সমন্বয় করার ক্ষমতা থাকবে"।

গুগলের নতুন ফটো অ্যাপসের সঙ্গে সাদৃশ্য রয়েছে অন্য ডেভেলপারদের সৃষ্ট অ্যাপেসের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অ্যাপপসগুলো ভিন্ন।

গুগলের আরেক অ্যাপ ‘সেলফিসিমো’ অনেকটা ছবির বুথের মতো। মুহুর্তের মধ্যেই এটি ছবি তুলে ফেলে না। পোজ দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে। এই অ্যাপের বিশেষত্ব এটি। এ অ্যাপের সাহায্যে তোলা ছবিগুলো সাদা-কালো, যা ক্লাসিক ফটো বুথের মতো।

‘স্টোরিবোর্ড’ অ্যাপটি শুধু অ্যান্ড্রয়েডের জন্য। এ অ্যাপ ব্যবহারে ভিডিও স্ক্যান করে সবচেয়ে ভালো স্টিল ছবি পাওয়া যায়।

গুগল বলছে, এর এক দশমিক ৬ ট্রিলিয়ন সম্ভাব্য লেআউট আছে।

ভিডিওর গতি বাড়াতে-কমাতে গুগলের আনা সর্বশেষ অ্যাপ ‘স্ক্রাবিস’ বেশ দারুণ। ভিডিও ধারণের পর দুই আঙুল দিয়ে ইউনিক লুপ দিয়ে সেটার গতি কমানো বাড়ানো যায়।

এটি শুধু আইওএস অপারেটিং সিস্টেমের জন্য। ইনস্টাগ্রাম ও স্ন্যাপস্টোরিজের জন্য অ্যাপটি দারুণ।

 

সূত্র: সিএনএন

বাংলা ইনসাইডার/ এসএইচ/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭