ইনসাইড গ্রাউন্ড

শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে রংপুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2017


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা নামছে আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকা ডায়নামাইটস।

প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে নাম লেখায় সাকিবের ঢাকা। পুরো আসরে দারুণ ফর্মে আছেন সাকিব আল হাসান-এভিন লুইসরা। ব্যাটে-বলে দাপট দেখিয়ে যোগ্য দল হিসেবেই ফাইনালের মঞ্চে আবির্ভাব ঢাকার। অন্যদিকে তারকায় ঠাঁসা রংপুর রাইর্ডাস আসরের শুরুতে কিছুটা এলোমেলো থাকলেও ধীরে ধীরে গুছিয়ে নিয়েছে নিজেদের। গেইল,ম্যাককালাম, চার্লসের মতো ব্যাটিং লাইন আপ থাকা সত্তেও অনেক হিসেবনিকেশ শেষে চতুর্থ দল হিসেবে এলিমিনেটর নিশ্চিত হয় মাশরাফিদের।

কিন্তু এরপর থেকেই যেন জ্বলে উঠেছে রংপুর। দলের তিন ব্যাটিং স্তম্ভ রান পেতে শুরু করায় প্রথম এলিমিনেটর ম্যাচে খুলনাকে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শক্তিশালী কুমিল্লাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে আসে মাশরাফি বাহিনী। আগের ম্যাচে গেইলের চোটের কারণে কিছুটা দুশ্চিন্তা থাকলেও ফাইনালে তাঁকে পাচ্ছে রংপুর। দুই দলই পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে আজ।

সব মিলিয়ে বিপিএলের পঞ্চম আসরের ফাইনালে জমজমাট ম্যাচ উপহার দিবে দুই দল এমনটাই প্রত্যাশা দর্শকদের।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭