ইনসাইড গ্রাউন্ড

আমার কাছে সবচেয়ে মধুর বাংলায় মা ডাকটা: জামাল


প্রকাশ: 21/02/2022


Thumbnail

পৃথিবীতে মাতৃভাষার অধিকার আদায়ে একমাত্র রক্ত দেওয়া জাতি বাঙালি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নিজের জীবন উৎসর্গ করেছের রফিক, জব্বার, সালাম, বরকতসহ নাম না-জানা আরও অনেক বীরপুরুষ। সে ইতিহাস জানা আছে জামাল ভূঁইয়ারও।

ভাষাশহীদদের তাই টুপি খোলা শ্রদ্ধাজ্ঞাপন তার। বলেন, ‘আমার বাবা-মায়ের জন্য, আমার জন্য, বাংলাদেশের মানুষের জন্য তারা রক্ত দিয়েছেন। তাই তাদেরকে আমার টুপি খোলা শ্রদ্ধা। প্রত্যেকের উচিত তাদের শ্রদ্ধা জানানো।’

বাংলাদেশের টানে ডেনমার্ক ছেড়ে লাল-সবুজ জার্সিতে ফুটবল খেলতে আসা জামালের কাছে সবচেয়ে মধুর নাকি ‘মা’ ডাক। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে বাংলা শিখেছি মায়ের কাছ থেকে। আমার কাছে সবচেয়ে মধুর বাংলায় মা ডাকটা।’

নিজের সন্তানদেরও বাংলা ভাষা শেখাতে চান জামাল। বলেন, ‘আমার কাছে সবার প্রথমে বাংলা, এরপর ইংরেজি। আমার সন্তানদেরও আমি বাংলা শেখাতে চাই।’

ফুটবলারদের সঙ্গে নিজের বাংলায় যোগাযোগের বিষয়ে জামাল বলেন, ‘আমি ভাঙা ভাঙা বাংলা বলি। কিন্তু যতটুকু বলি, সেটা সবাই বোঝে, তাই কোনো সমস্যা হয় না।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭