লিভিং ইনসাইড

সকালের নাস্তায় ঘরে বসে বানিয়ে ফেলুন মোগলাই পরোটা


প্রকাশ: 23/02/2022


Thumbnail

মোগলাই পরোটা রাস্তার পাশে হোটেলগুলোর খুব কমন এবং জনপ্রিয় একটি খাবার। তবে কোভিডের সময়ে রাস্তার আশেপাশের হোটেল থেকে পছন্দের খাবার কিনে না খেয়ে, ঘরে বসেই বানিয়ে ফেলুন। ফলে কোভিডের সংক্রমণ থেকেও বেঁচে যাবেন সাথে বাইরের রোগ জীবাণুর সং থেকেও রেহাই পাবেন। আর মোগলাই পরোটা তৈরি করাও অত্যন্ত সহজ। তাহলে দেরি না করে দেখে নিন কিভাবে তৈরি করবেন মজাদার মোগলাই পরোটা।

উপকরণ:

১। ময়দা
২।  তেল ২ টেবিল চামচ
৩। লবণ ১/২ চা চামচ।
৪। নরমাল পানি ৬ টেবিল চামচ
৫। ডিমের মিক্সার তৈরির জন্য
৬। পেঁয়াজ কুঁচি ১ কাপ
৭। কাঁচা মরিচ কুঁচি ২ টি।
৮। ধনিয়া কুঁচি ১/২ কাপ
৯। ডিম ২ টি
১০। চাট মশলা ১ চা চামচ
১১। বিটলবণ ১ চিমটি
১২। লবণ সামান্য

প্রস্তুত প্রণালী:
১। প্রথমে মোগলাই পরোটার খামির তৈরি করতে হবে।  খামির তৈরির জন্য প্রথমে শুকনা ময়দার সাথে লবণ এবং তেল ভালো করে মিশিয়ে নিন। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে খামির তৈরি করে খামিরটি ভেজা কাপড় দিয়ে ১৫-২০ মিনিট ঢেকে রাখুন।

২। অন্য একটা পাত্রে ডিমের মিক্সারের সব উপকরণ একসাথে মিশিয়ে নিন।

৩। এখন পরোটার খামির ২ ভাগ করে নিন। পিঁড়িতে অল্প তেল মেখে খামিরের এক ভাগ নিয়ে পাতলা করে রুটি বেলে নিন। রুটির মাঝখানে পরিমানমত ডিমের মিক্সার ছড়িয়ে দিয়ে রুটির চারপাশ চার ভাঁজ করে ডিম ঢেলে দিন।

৪। মোগলাই পরোটা রেডি করার সময়ই চুলায় তেল গরম হতে দিয়ে দিন। তেল ভালভাবে গরম হয়ে গেলে চুলার আঁচ মাঝারি করে সাবধানে পরোটা ডুবো তেলে ছেড়ে দিন।

৫। পরোটার উপর চামচের সাহায্যে অল্প অল্প গরম তেল দিতে থাকুন। এতে পরোটা দ্রুত ফুলে উঠবে।

৬। পরোটার কালার চেঞ্জ হয়ে আসলে সাবধানে পরোটার অন্যপাশ উল্টে দিন। কালার হালকা বাদামী হয়ে গেলে তেল ছেঁকে মোগলাই পরোটা তুলে নিন।

এভাবে বাকিটাও ভেঁজে নিন। গরম গরম অবস্থায় মোগলাই পরোটা কেটে নিন। এরপর উপরে সামান্য বিটলবণ ছড়িয়ে পছন্দসই সালাদের সাথে পরিবেশন করুন মজাদার মোগলাই পরোটা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭