ইনসাইড পলিটিক্স

আজ করোনার বুস্টার ডোজ নিবেন খালেদা জিয়া


প্রকাশ: 23/02/2022


Thumbnail

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা নেবেন। গত বৃহস্পতিবার তিনি বুস্টার ডোজ টিকা নেওয়ার ম্যাসেজ পান।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে খালেদা জিয়া টিকা নেবেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

এর আগে, গত ১৮ আগস্ট বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেন। তার এক মাস আগে গত ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গত বছরের ১১ এপ্রিল। ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

পরবর্তী সময়ে লিভার সিরোসিসের আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলে গুলশানের বাসা ফিরোজায় নিয়ে আসা হয়। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭