ইনসাইড গ্রাউন্ড

এএফসি কাপে কলকাতায় খেলবে বসুন্ধরা


প্রকাশ: 24/02/2022


Thumbnail

এএফসি কাপের জন্য প্রতি গ্রুপের জন্য স্বাগতিক দেশের নাম প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত তালিকায় দক্ষিণ এশিয়া জোনের স্বাগতিক হয়েছে ভারত। আর এতেই বিপত্তি বেঁধে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের।

ভারত স্বাগতিক হওয়ায় বসুন্ধরা কিংসকে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচগুলো খেলতে হবে কলকাতায়। বসুন্ধরা সিলেটের জেলা স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ধরে এএফসি কাপের স্বাগতিক হওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সেটি আমলে নেয়নি। তারা কলকাতার গোকুলাম এফসির মাঠকে কেন্দ্রীয় ভেন্যু হিসেবে ঘোষণা করেছে।

আগামী ১৮-২৪ মে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে। বসুন্ধরার সাথে এই গ্রুপে রয়েছে গোকুলাম এফসি আর মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। গ্রুপের আরেকটি দল আসবে প্লে-অফ থেকে।

এদিকে বাংলাদেশের আরেক ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডকে আগে প্লে-অফ খেলতে হবে এবারের এএফসি কাপে। আগামী ১২ এপ্রিল সিলেটে প্রথম প্লে-অফ খেলবে আবাহনী। এরপর ১৯ এপ্রিল কলকাতায় তাদের প্রতিপক্ষ ঐতিহ্যবাহী মোহনবাগান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭