ইনসাইড গ্রাউন্ড

সিডন্সকে পেয়ে খুশি ডোমিঙ্গো


প্রকাশ: 24/02/2022


Thumbnail

বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে আবারও টাইগারদের সাথে কাজ শুরু করেছেন জেমি সিডন্স। প্রখ্যাত এই কোচ আগে বাংলাদেশের প্রধান কোচের পদ সামলেছেন। পুরনো অভিজ্ঞতার কারণে সিডন্স বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে অনেক ভালো জানেন, তা মানছেন বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

ডেভ হোয়াটমোর চলে যাওয়ার পর ২০০৭ সালে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সিডন্সকে। ২০১১ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দল খেলেছে তার অধীনে। গত মাসে তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে তিনি আছেন জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকায়।

সিডন্সের মত হেভিওয়েট কোচ যে কোচিং প্যানেলে আছেন, তার নেতৃত্বে ডোমিঙ্গো। সেই ডোমিঙ্গো মনে করেন, সিডন্সের উপস্থিতি আরও সমৃদ্ধ করেছে কোচিং প্যানেলকে। একইসাথে অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের ক্রিকেটে নিজের চেয়ে সিডন্সকে এগিয়ে রাখলেন তিনি।

তিনি বলেন, ‘দেখুন, সে অনেক অভিজ্ঞ এক কোচ। বিশ্বজুড়ে কোচিং করিয়েছে। এখানকার সিস্টেম সে জানে, অনেক খেলোয়াড়কে সে চেনে। হয়ত আমার চেয়েও ভালো জানে, কারণ আগেও সে এখানে ছিল। তাই তাকে পেয়ে ভালো লাগছে। কোচিং স্টাফে সে অনেক অভিজ্ঞতা বাড়িয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭