ইনসাইড বাংলাদেশ

এগিয়ে যাচ্ছে মেগা প্রকল্পগুলো, শেষের পথে বেশিরভাগ


প্রকাশ: 25/02/2022


Thumbnail

বর্তমান সরকারের আমলে দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। অবকাঠামো খাতে আমূল পরিবর্তন এসেছে গত এক দশকে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক নিজস্ব তদারকিতে এই প্রকল্পগুলোর কাজ চলছে পুরোদমে। করোনা সংকট কাটিয়ে অনেক প্রকল্প এখন বাস্তবায়নের পথে। দেশের উন্নয়নমূলক এসব প্রকল্পের সুফল প্রাপ্তির দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশের মানুষ। সবগুলোই সরকারের অগ্রাধিকার প্রকল্প। মেগা প্রকলগুলো চালু হলে দেশের সার্বিক চিত্র বদলে যাবে। মাথাপিছু আয় ও প্রবৃদ্ধি আরও বেড়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন ‘ভিশন ২০৪১’। ওই বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চান তিনি। তারপর আছে শত বছরের ডেল্টা প্ল্যান। বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা ও মাতাবাড়ি গভীর সমুদ্রবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। এসব প্রকল্পের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের নবদিগন্ত উন্মোচিত হবে।

জানা গেছে, মেগা প্রকল্পগুলোর অনেকগুলোই এই বছরই শেষ হবে। এ বছর শেষ হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, খুলনা রেল সেতু (জুন-২০২২), বেকুটিয়া সেতু (জুন-২০২২), মিরপুর-কালশী ফ্লাইওভার (জুন-২০২২), কালনা সেতু (জুন ২০২২), তৃতীয় শীতলক্ষ্যা সেতু (জুন ২০২২), ঢাকা-টাঙ্গাইল ৪ লেন (জুন-২০২২), বনানী-এয়ারপোর্ট এক্সপ্রেসওয়ে (জুন-২০২২), পদ্মা সেতু (জুন-২০২২), ভাঙা মাওয়া রেল (জুন-২০২২), লোহালিয়া সেতু (জুলাই-২০২২), গোমা সেতু (আগস্ট-২০২২), নড়াইল-খুলনা সেতু (ডিসেম্বর-২০২২), চট্টগ্রাম-কক্সবাজার রেল {ডিসেম্বর-২০২২ (টেকনাফ পর্যন্ত )}, কুলাউড়া-শাহবাজপুর রেল (ডিসেম্বর-২০২২), মেট্রোরেল-আগারগাঁও-উত্তরা (ডিসেম্বর-২০২২), বঙ্গবন্ধু হাইটেক পার্ক (সিলেট, রাজশাহী) (ডিসেম্বর-২০২২), খুলনা-মংলা রেলওয়ে (ডিসেম্বর-২০২২), জয়দেবপুর-ঢাকা ডাবল রেললাইন (ডিসেম্বর-২০২২)।

এছাড়াও ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে আরও কিছু প্রকল্পের। এগুলোর মধ্যে রয়েছে, বিআরটি-৩ (জানুয়ারি-২০২৩), পূর্বাচল এক্সপ্রেসওয়ে (মার্চ-২০২৩), কর্ণফুলী টানেল (মার্চ-২০২৩), রামপাল বিদ্যুৎ (এপ্রিল-২০২৩), যমুনা রেল সেতু (জুন-২০২৩), মাতারবাড়ি বিদ্যুৎ (ডিসেম্বর-২০২৩), রূপপুর পারমাণবিক-১ (ডিসেম্বর-২০২৩), ঢাকা-মাওয়া রেল (ডিসেম্বর-২০২৩)।

২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে শেষ হবে অরও অনেক প্রকল্প। এগুলোর মধ্যে রয়েছে, ঢাকা-রংপুর ৪ লেন (জানুয়ারি-২০২৪), যশোর-ঝিনাইদহ ৪ লেন (জানুয়ারি-২০২৪), কমলাপুর-আগারগাঁও মেট্রোরেল (জানুয়ারি-২০২৪), পায়রা বন্দর ড্রেজিং (জুন-২০২৪), মংলা বন্দর ড্রেজিং (জুন-২০২৪), রূপপুর পারমাণবিক ২ (ডিসেম্বর-২০২৪), আমিনবাজার ৮ লেন সেতু (ডিসেম্বর-২০২৪), রংপুর-লালমনিরহাট ৪ লেন (ডিসেম্বর-২০২৪), ভাঙা-যশোর রেল (ডিসেম্বর-২০২৪), কক্সবাজার বিমানবন্দর (ডিসেম্বর-২০২৪), খুলনা বিদ্যুৎ কেন্দ্র (ডিসেম্বর-২০২৪), ঢাকা-ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে (জুন-২০২৫), বঙ্গবন্ধু স্যাটেলাইট- ২ (জুন-২০২৫), ঢাকা বাইপাস (জুন-২০২৫), মাগুরা ফরিদপুর রেল (জুন-২০২৫), রংপুর পঞ্চগড় ৪ লেন (জুন-২০২৫), পতেঙ্গা বে টার্মিনাল (জুন-২০২৫), বঙ্গবন্ধু শিল্প অঞ্চল (জুন-২০২৫), মাতারবাড়ি সমুদ্র বন্দর (জুন-২০২৫), কুতুবখালী-বনানী এক্সপ্রেসওয়ে (জুন-২০২৫), পানগুচি সেতু (জুন-২০২৫), ঢাকা-আরিচা ৪ লেন (জুন-২০২৫), তৃতীয় মেঘনা সেতু - (জুন-২০২৫)।

২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে শেষ হবে অরও কিছু প্রকল্প। এগুলোর মধ্যে রয়েছে, পায়রা-ভাঙা ৪ লেন (জুন-২০২৬), বেনাপোল-ভাঙা ৪ লেন (জুন-২০২৬), নলুয়া-বহেরচর সেতু (জুন-২০২৬), শেখ হাসিনা স্টেডিয়াম (জুন-২০২৬), ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে (জুন-২০২৬), চাঁদপুর-শরীয়তপুর টানেল (জুন-২০২৬), চট্টগ্রাম মেট্রোরেল (জুন-২০২৭), যমুনা টানেল (জুন-২০২৭), চাঁদপুর-শরীয়তপুর সেতু (জুন-২০২৭), ভোলা-বরিশাল সেতু (জুন-২০২৭), ঢাকা সিলেট ৪ লেন (জুন-২০২৭), তিস্তা ব্যারেজ (জুন-২০২৭), চট্টগ্রাম-ঢাকা বুলেট ট্রেন (জুন-২০২৮), ভাঙা-পায়রা রেল (জুন-২০২৮), ঢাকা সাবওয়ে  রেল ( ১,২,৩,৪) (জুন-২০২৮), বঙ্গবন্ধু  ট্রাই টাওয়ার (জুন-২০২৮), শেখ হাসিনা সাবমেরিন ঘাটি (জুন-২০২৮), সাবরাং টুরিজম পার্ক (জুন-২০২৮), নাফ টুরিজম পার্ক (জুন-২০২৮), সোনাদিয়া টুরিজম পার্ক (জুন-২০২৮)। এছাড়াও আরও প্রায় চার শতাধিক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, যা উল্লেখ করা প্রায় অসম্ভব।

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর কয়কটি বড় প্রকল্পের কাজ শুরু করে। অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে কয়েকটি প্রকল্প বাস্তবায়নের বিশেষ উদ্যোগ নেয় সরকার। সে লক্ষ্যে অনেকগুলো মেগা প্রকল্পের কাজ শুরু করে সরকার। এর মধ্যে মেট্রো রেল, পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেলের কাজ শেষের পথে। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের ব্যবস্থাসহ লক্ষ্যমাত্রা অনুযায়ী আর্থিক অগ্রগতি নিশ্চিত করতেই সরকার দ্রুত এসব কাজ শেষ করতে চাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের মতে, স্বপ্নের মেগা প্রকল্প বাস্তবায়নের ওপর নির্ভর করছে কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন। অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের প্রবৃদ্ধি আরও বেগবান হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭