ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ নিয়ে সিডন্সের পরিকল্পনা


প্রকাশ: 27/02/2022


Thumbnail

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং উপদেষ্টা জেমি সিডন্স। দলের কোচিং স্টাফ হিসেবে দ্বিতীয়বারের মতো দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। এবার তিনি জানিয়েছেন টি-২০ বিশ্বকাপ নিয়ে তার টার্গেটের কথা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মিডিয়ার মুখোমুখি হয়ে সিডন্স জানান, দলের তরুণ ক্রিকেটারদের চাপে না রাখলে ভবিষ্যতের সাকিব, তামিম হবে তারা। 

জেমি সিডন্স বলেন, আমি দল নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্টের পক্ষে নই। আমি যাদের পাব, তাদের নিয়েই কাজ করব। টি-২০ দলে অনেক ক্রিকেটার আছে। আমি চেষ্টা করব এই ফরম্যাটে তাদের উন্নতি করতে। এছাড়া সামনে বেশকিছু গুরুত্বপূর্ণ ওয়ানডে ও টেস্ট সিরিজ রয়েছে। আমরা সব ম্যাচ জিততে চাই। 

তিনি বলেন, সামনে টি-২০ বিশ্বকাপ। এটাই আমাদের টার্গেট। কারণ এটাই পরবর্তী বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতির জন্য অনেক ম্যাচ পাব। অক্টোবর-নভেম্বরের মধ্যে যদি আমরা বেশকিছু ভালো টি-২০ ক্রিকেটার পাই, তাহলে ওয়ানডে বিশ্বকাপে আমরা একটি ভালো দল হিসেবেই অংশ নিব।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭