ইনসাইড ট্রেড

সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই সূচকের বড় পতন


প্রকাশ: 27/02/2022


Thumbnail

সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ ফেব্রুয়ারি) শুরুতেই শেয়ারবাজারে এই পতন শুরু হয়। এর ফলে লেনদেনের সোয়া এক ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১১২ পয়েন্ট।

এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৯৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ফলে লেনদেনে ধীর গতি দেখা দিয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত সময়ে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৪০টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১২ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৬ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ২৩ দশমিক ৩৪ পয়েন্ট।

ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৩৭ দশমিক ৫২ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ৩২ লাখ ৮১ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৯৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার।

সিএসইতে ১৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭