ওয়ার্ল্ড ইনসাইড

শর্তহীন আলোচনায় বসতে সম্মত রাশিয়া-ইউক্রেন: ইউক্রেন


প্রকাশ: 28/02/2022


Thumbnail

শর্তহীন আলোচনায় বসতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেন এবং রাশিয়ার বেলারুশিয়ান সীমান্তের কাছে আলোচনায় বসতে সম্মত হয়েছে দুই পক্ষ।

এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, তাঁর দেশ ‘এক ইঞ্চি ... ভূখণ্ড ছাড়বে না’।

গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। ইউক্রেন জানিয়েছে, কোনো শর্ত ছাড়াই অনুষ্ঠিত হবে এই আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্টের ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেন সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের একটি প্রতিনিধিদল প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শর্তহীন বৈঠকে বসবে বলে আমরা একমত হয়েছি।’

তবে মস্কো থেকে আল-জাজিরার প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন-রাশিয়ার আলোচনা কোথায় হবে-এ বিষয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। ইউক্রেন বলছে, এই আলোচনা ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তের কাছে অনুষ্ঠিত হবে। রাশিয়া বলছে, তারা বিশ্বাস করে যে আলোচনাটি বেলারুশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গোমেলে অনুষ্ঠিত হবে।

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেখানে যাব রাশিয়া কী বলতে চায় তা শুনতে। কোনো রকমের পূর্বশর্ত ছাড়াই আমরা সেখানে যাচ্ছি। আমরা সেখানে যাচ্ছে যুদ্ধের বিষয়ে রাশিয়া কী বলে তা শুনতে এবং এ বিষয়ে আমরা কী ভাবছি তা জানাতে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭