ইনসাইড গ্রাউন্ড

রাশিয়ার পতাকা ও জাতীয় সংগীতকে নিষিদ্ধ করলো ফিফা


প্রকাশ: 28/02/2022


Thumbnail

পোল্যান্ড আগেই জানিয়ে দিয়েছিল, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে না তারা। আগামী ২৪ মার্চ এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে বিশ্ব–ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা জানিয়ে দিয়েছে, ‘রাশিয়া’ নাম নিয়েই পুতিনের দেশ কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মাঠে নামতে পারবে না। তাদের খেলতে হবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে। ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশে অনুষ্ঠিত হবে না কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। বিদেশের মাটিতে যেকোনো ফুটবল ম্যাচে নিষিদ্ধ থাকবে রাশিয়ার জাতীয় পতাকা ও জাতীয় সংগীত। ফিফা অবশ্য জানিয়ে দিয়েছে, ইউক্রেন পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক ফুটবল থেকে পুরোপুরিই নিষিদ্ধ করা হবে রাশিয়াকে।

ইউক্রেনে অভিযান শুরুর পর ফিফা এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ ঘোষণা করল। বিশ্ব ফুটবল সংস্থা এটিকে বলছে ‘তাৎক্ষণিক ব্যবস্থা’।

পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য ফিফার এই ‘তাৎক্ষণিক ব্যবস্থা’কে অপর্যাপ্ত বলছে। তারা আরও কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণে ফিফার তীব্র সমালোচনাও করেছে। তারা আগামী কাতার বিশ্বকাপ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবিও জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক শক্তি ব্যবহারের নিন্দাও জানিয়েছে ফিফা। তারা আরও জানিয়েছে, ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়ার’ হোম ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ মাঠে। কোনো রাশিয়ান সমর্থক সে ম্যাচগুলোয় উপস্থিত থাকতে পারবে না।

পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সেজারি কুলেসজা ফিফার সমালোচনা করে টুইটারে বলেছেন, ‘ফিফার রোববারের সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। আমরা কেউই রাশিয়ার সঙ্গে খেলতে চাই না। আমাদের অবস্থান পরিষ্কার। পোলিশ ফুটবল দল কোনোভাবেই রাশিয়ার সঙ্গে খেলবে না, সেটি যে নামেই খেলুক না কেন।’

সেজারি কুলেসজা ফিফার মানবাধিকার নীতি কেবল ‘কথার কথা’ কিংবা এটি কেবল ‘কাগজে-কলমে’ কি না, সে প্রশ্নও তুলেছেন, ‘যদি ফিফার মানবাধিকার নীতি কেবল কথার কথা কিংবা কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে, তাহলে এ ব্যাপারে তাদের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। রাশিয়াকে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বহিষ্কার করা উচিত।’

বিশ্বকাপ বাছাইপর্বে পোল্যান্ড ও রাশিয়ার সঙ্গে একই গ্রুপে আছে চেক প্রজাতন্ত্র ও সুইডেন। এ দুটি দেশও জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই রাশিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচ খেলবে না।

এ ব্যাপারে ফিফা জানিয়েছে, তারা তিনটি দেশের সঙ্গে বসে একটা সমাধান খোঁজার চেষ্টা করবে ব্যাপারটি নিয়ে, ‘ফিফা ইতিমধ্যেই এ তিনটি ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। ফিফা এ ব্যাপারে কার্যকর ও সব পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।’

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও জানিয়ে দিয়েছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর পর ইংল্যান্ড জাতীয় ফুটবল দল রাশিয়ার সঙ্গে আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না, ‘রাশিয়ার নেতৃত্ব ইউক্রেনে যে নৃশংসতা চালাচ্ছে, তাতে আমরা ইউক্রেনের সঙ্গে একাত্মতা পোষণ করেছি। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করছে, আপাতত রাশিয়ার সঙ্গে ম্যাচ খেলার প্রশ্ন নেই। সেটি জাতীয় দল, ক্লাব, বয়সভিত্তিক যেকোনো পর্যায়েরই হতে পারে।’

গত শুক্রবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলোকে রাশিয়া ও বেলারুশের সঙ্গে সম্পর্কযুক্ত সব ধরনের ইভেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানায়। গত বৃহস্পতিবার রাশিয়ান সামরিক বাহিনী বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেই ইউক্রেনে সামরিক হামলা চালায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশে এটিই সর্ববৃহৎ সামরিক আগ্রাসন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭