লিট ইনসাইড

শতাধিক নতুন বই নিয়ে এবারের বইমেলায় ঘাসফুল প্রকাশনী


প্রকাশ: 03/03/2022


Thumbnail

চলছে বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত  'অমর একুশে বইমেলা'। মেলায় মানুষের আনাগোনা বেশ ভালো। নিয়মতান্ত্রিকভাবে বইমেলা পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে চললেও  করোনাপরিস্থিতিসহ বিভিন্ন কারণেই মেলা শুরু হতে বেশ খানিকটা দেরি হয়েছে । উপস্থিতি, পাঠকের চাহিদা, প্রকাশনীগুলোর প্রত্যাশা ইত্যাদি বিষয় নিয়ে প্রতিদিন বিভিন্ন প্রকাশনীর আশা-আকাঙ্ক্ষা এবং নতুন কি বই আসছে তা পাঠকদের জানাতে বাংলা ইনসাইডারের এই আয়োজন। ধারাবাহিক প্রতিবেদনের নতুন পর্বে কথা হয় ঘাসফুল প্রকাশনীর সাথে।

ঘাসফুল প্রকাশনীর প্রকাশক মাহাদি আনাম বাংলা ইনসাইডারকে জানান, এবারের বইমেলায় আমাদের প্রকাশনী থেকে শতাধিক নতুন বই এসেছে। যার মধ্যে রয়েছে শাখাওয়াত নয়নের মেঈমান, মাকসুদ আহমেদের 'দুই পৃথিবীর গ্রন্থে' বইটি আসছে। এরপর রয়েছে তাসনিম বিশ্বাসের 'মুখে মুখে আষাঢ় মাস', অঙ্কনের 'দখিনা সিটি', ইউসুফ আলী সোহানের 'কবি ও প্রেমিকা', সাম্য রায়ের  'লিখিত রাত্রি'। 'সাম্য রায়' খুব সুপরিচিত একটি নাম। সুতরাং আমাদের প্রকাশনীতে লিখিত রাত্রি বইটি আছে এটা খুব গৌরবের বিষয়। 

যেসকল বই আছে ঘাসফুল প্রকাশনীতে এ ব্যাপারে প্রকাশক বলেন, সৃজনশীল ধরনের যে সকল বই আছে আমরা সব বই নিয়েই কাজ করি। তবে ঘাস ফুলের ভিত্তিটা আসলে কবিতার উপর। সেই জন্যই হয়তোবা দেখা যায় আমরা কবিতা নিয়ে বেশি কথা বলি, কবিতার বই নিয়ে একটু বেশি চেষ্টা করি। কিন্তু বই প্রকাশের ক্ষেত্রে আমরা সকল সাহিত্যের উপরেই গুরুত্ব দেই।

ঘাসফুল প্রকাশনীর প্রকাশক পাঠকদের যেসকল বইয়ের প্রতি আগ্রহ বেশি সে ব্যাপারে তিনি বলেন, বর্তমান সময়ে অচেনা লেখকের বই মানুষ খুব কম পড়ে। সেই জায়গায় আমাদের কবিতার বই বিক্রি ভালো, সেই সাথে কথা সাহিত্যিকদের যে বই আছে স্বাভাবিকভাবেই ভালো বিক্রি হয় এবং এসব বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ ভালো দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন,  পুরস্কার বা সেরা বই এটা আসলে আমি বিশ্বাস করি না। জীবনানন্দ দাশ যখন বেঁচে ছিলেন, তিনি যখন কাজ করেন, তখন কিন্তু তিনি পদক পাননি। এমনকি রবীন্দ্রনাথের কাছে তিনি বই পাঠাতেন তাঁর বইটি যেনো রিভিউ করা হয়। অথচ বর্তমান প্রজন্মের কাছে জীবনানন্দ দাশ বর্তমান বাংলা কবিতার নবী রাসুল। সুতরাং সাহিত্য কখনো কখনো সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেও স্বীকৃতি পায়। সে জায়গা থেকে আমি কখনো আমার কোন লেখক কিংবা আমার কোন বই নিয়ে আমি ঐ প্রত্যাশা করি না। এমনকি আমার প্রকাশনীর কোন বই বা লেখক পুরস্কার পাবে সেই হিসেবে কাজ করি না। বাংলা একাডেমীকে আমি সাধুবাদ জানাই যে তারা এই পুরষ্কারের ব্যবস্থা করেছে কিন্তু এটা আমি প্রত্যাশা করি না। কারণ আমি ডিসপ্লে করি বই, আমার বিক্রির উদ্দেশ্য বই। আমার স্টল যেনো মানসম্মত হয়, আমার প্রকাশনীর বইগুলো যেনো ভালো মানের হয়, পাঠকরা যেনো পছন্দ এবং আগ্রহ প্রকাশ করে আমি এটাই চাই।

এছাড়াও তিনি বলেন, যেহেতু দুইটা বছর লকডাউন ছিলো প্রকাশকরা ক্ষতিগ্রস্থ হয়েছে এবছর সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে চেষ্টা করছে এবং আমরাও করছি। এছাড়াও পাঠকদের যে উপস্থিতি, লেখকদের যে প্রাণবন্ত প্রচেষ্টা,  প্রকাশকদের যে পরিবেশন সবকিছু  মিলিয়ে এই পুরো শিল্প ব্যবস্থাপনাওতা আবার ফিরে আসবে এবং আশা করছি গত দুই বছরের ক্ষতিটাও আমরা কাটিয়ে উঠতে পারবো।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭