ইনসাইড গ্রাউন্ড

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন মুশফিক


প্রকাশ: 03/03/2022


Thumbnail

ডান হাতের আঙুলে পাওয়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার (০ মার্চ) পাওয়া চোটই শেষ পর্যন্ত কাল হলো মুশফিকের। 

ম্যাচের দিন আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘গতকাল মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলে বল লাগার পর আমরা একটি এক্স-রে করাই। এক্স-রে রিপোর্টে খারাপ কিছু আসেনি, এক্স-রে নরমালই এসেছে। কিন্তু একটু সোয়েলিং আছে। এজন্য আমরা তাকে অবজারবেশনে রেখেছি। প্রথম ম্যাচে খেলা হচ্ছে না। আগামীকাল অনুশীলন পর আমরা ওর সম্পর্কে পুরোপুরি সিদ্ধান্ত জানাব।’

ফিজিও কথাতেই পরিষ্কার- নেটে পেসার শরিফুল ইসলামের বলে পাওয়া চোটে শুধু প্রথম ম্যাচেই নয়, আগামী ৫ মার্চ হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও মুশফিকের পাওয়া নিয়ে আছে শঙ্কা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭