কালার ইনসাইড

যে সব হলে দেখা যাচ্ছে পরীমনির ‘মুখোশ’


প্রকাশ: 04/03/2022


Thumbnail

শুক্রবার (৪ মার্চ) মুক্তি পেয়েছে ইফতেখার শুভ রচিত ও পরিচালিত সিনেমা ‘মুখোশ’। মূলত নির্মাতারই লেখা উপন্যাস ‘পেইজ নাম্বার 44’এর অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

বর্তমানে চলচ্চিত্র এক যোগে চলছে বাংলাদেশের ৩৮টি সিনেমা হলে। সেই সিনেমা হল গুলো হচ্ছে...

ষ্টার সিনেপ্লেক্স-বসুন্ধরা শপিংমল, পান্থপথ, সীমান্ত সম্ভার, ধানমণ্ডি, এস,কে,এস টাওয়ার, মহাখালী, সনি স্কয়ার, মীরপুর, ব্লকবাষ্টার সিনেমাস- যমুনা ফিউচার পার্ক। মধুমিতা-ঢাকা, শ্যামলী-ঢাকা, চিত্রামহল- ঢাকা, আনন্দ-ঢাকা, সেনা অডিঃ-ঢাকা ক্যান্ট, বিজিবি অডিঃ- পিলখানা ঢাকা, গীত-ঢাকা, নিউ গুলশান-জিঞ্জিরা, মনিহার- যশোর, চাঁদ মহল-কাঁচপুর, নিউ মেট্রো-নারায়ণগঞ্জ, সিনেস্কোপ সিনেপ্লেক্স- নারায়ণগঞ্জ, চন্দ্রিমা-শ্রীপুর, বর্ষা-জয়দেবপুর, ঝংকার-পাঁচদোনা, নবীন-মানিকগঞ্জ, লিবার্টি-খুলনা, শংখ-খুলনা, সিনেমা প্যালেস- চট্রগ্রাম, সুগন্ধা-চট্টগ্রাম, সিলভার স্ক্রিন-চট্টগ্রাম, নন্দিতা-সিলেট, মধুবন সিনেপ্লেক্স বগুড়া, মম ইন বগুড়া, রুপকথা-পাবনা, শাপলা-রংপুর, অভিরুচি-বরিশাল, পূরবী-ময়মনসিংহ, মর্ডান-দিনাজপুর, তামান্না- সৈয়দপুর, বনলতা-ফরিদপুর, মিলন-মাদারীপুর।

উল্লেখ্য, ‘মুখোশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এর সঙ্গীতায়োজন ইমন চৌধুরীর।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭