ইনসাইড গ্রাউন্ড

মুশফিক ফিরছেন, বাদ পড়বে কে?


প্রকাশ: 04/03/2022


Thumbnail

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিনটা ছিল খেলোয়াড়দের ঐচ্ছিক অনুশীলনের। এমন দিনে সবার মনোযোগ কেড়েছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে আঙ্গুলে চোট পাওয়া মুশফিক সুস্থ হয়েছেন কি না, সেটি নিয়ে ছিল যত কৌতূহল।

তবে স্বস্তির খবর, আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে পুরোদমেই ব্যাটিং করেছেন মুশফিক। স্পিন ও পেসের বিপক্ষে ব্যাট চালিয়েছেন স্বাচ্ছন্দ্যে। তাই কাল আফগানদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের খেলায় কোনো বাধা থাকছে না।

মুশফিকের একাদশে ফেরার সম্ভাবনা নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, ‘২ তারিখে মুশফিকুর রহিমের আঙুলে বল লাগার পর এক্স-রে করানো হয়েছিল। সেখানে চিড় বা এ ধরনের কিছুর অস্তিত্ব দেখা যায়নি। গতকাল তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দেখা গেছে যে আঙ্গুলের ফোলা আর নেই। আজকে সে ব্যাটিং করল। থ্রো ডাউন খেলল, স্পিনে ব্যাট করল, পেস বোলিংও খেলল। সব মিলিয়ে সে ভালো আছে। দ্বিতীয় ম্যাচে তাঁকে একাদশে রাখা যায় কি না, সেটা নিয়ে বিবেচনা করা হবে।’

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ২০ ওভারের খেলায় ফিরছেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে মুশফিককে রাখা হয়নি। এবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ পেলে মাহমুদউল্লাহর পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন মুশফিক।

সে ক্ষেত্রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে কে বাদ যাবেন, সেটিই এখন প্রশ্ন। 

মিডল অর্ডারে মুশফিকের জায়গায় প্রথম ম্যাচে অভিষেক হয় তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলীর। গতকাল ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৭ বলে ৮ রান করেন তিনি।

দলে জায়গা নড়বড়ে উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমেরও। প্রথম ম্যাচে ছন্দে থাকা ব্যাটসম্যান লিটন দাস ৩ নম্বরে খেলেছেন, অভিষিক্ত মুনিম শাহরিয়ারের সঙ্গে নাঈম খেলেছেন শুরুতে।

শেষ ম্যাচে মুশফিক ফিরলে টপ অর্ডারে পরিবর্তন এনে মিডল অর্ডারে মুশফিকের জন্য জায়গা করে দিতে পারে টিম ম্যানেজমেন্ট।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭